সংগৃহীত
ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপনী দিনটি আনন্দ উৎসবের বদলে রূপ নেয় বিষাদের ঘটনায়। দেশবরেণ্য সংগীতশিল্পী নগর বাউল জেমসের পরিবেশনার অপেক্ষায় থাকা হাজারো দর্শকের সামনে হঠাৎ সৃষ্টি হয় বিশৃঙ্খলা, যার ফলে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হন আয়োজকরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও অনুষ্ঠানের উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে এগোচ্ছিল এবং জেমস তখন মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি মঞ্চে র্যাফেল ড্র পরিচালনা করছিলেন।
হঠাৎ করেই অনুষ্ঠানস্থলে আকাশ থেকে বৃষ্টির মতো ইট ও পাথর ছোড়া শুরু হয়। ফেসবুক পোস্টে শ্রাবণ্য তৌহিদা লেখেন, একটি বড় পাথর তার সামনেই এসে পড়ে এবং মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বদলে যায়। আনন্দে ভরা মানুষের চোখেমুখে তখন আতঙ্ক আর অনিশ্চয়তা।
তিনি আরও জানান, প্রায় ১৫ হাজার মানুষের ভিড় সামলাতে আয়োজকরা হিমশিম খাচ্ছিলেন। ইটের আঘাতে অন্তত ১৫ জন শিক্ষার্থীসহ অনেকেই আহত হন। দীর্ঘ তিন ঘণ্টা ধরে অনিশ্চিত পরিস্থিতির পর নিরাপত্তার কথা বিবেচনা করে অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেওয়া হয়।
শ্রাবণ্য তৌহিদা আক্ষেপ করে বলেন, তিনি ও শিল্পী জেমস উভয়েই তাদের পারিশ্রমিক পেয়েছেন, কিন্তু হাজারো মানুষের ভেঙে যাওয়া স্বপ্ন আর মানসিক আঘাত কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়।
আয়োজক কমিটির সূত্রে জানা যায়, অনুষ্ঠানটি শুধুমাত্র নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল। তবে জেমসের কনসার্টের খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক অনিবন্ধিত দর্শক স্কুলের বাইরে ভিড় করেন। ভেতরে প্রবেশে বাধা দেওয়া হলে তারা মুজিব সড়কে অবস্থান নেন এবং একপর্যায়ে দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সুপারের কার্যালয়ের দিক থেকে স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে আয়োজক কমিটির আহ্বায়কসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন।এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পাঁচজন নিহত হওয়ার গুজব নাকচ করেছে জেলা পুলিশ ও আয়োজক কমিটি। পুলিশ জানিয়েছে, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটের আঘাতে অনেকে আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের মধ্যে ১০-১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com