সংগৃহীত
সোশ্যাল মিডিয়ায় এক সময় নিয়মিত আলোচনায় থাকতেন প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি, শিশুশিল্পী সিমরিন লুবাবা। বয়সের তুলনায় পরিণত কথাবার্তার কারণে নেটিজেনদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘পাকনা লুবাবা’ নামে।
তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা মিলল আলোচিত এই শিশুশিল্পীর। শোবিজ অঙ্গন ও গণমাধ্যম থেকে সরে দাঁড়িয়ে ধর্মীয় জীবন বেছে নিয়েছেন সিমরিন লুবাবা। ইতোমধ্যে তিনি নেকাব পরিধান শুরু করেছেন এবং আর কখনো গণমাধ্যমে মুখ দেখাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
লুবাবার মা জাহিদা ইসলাম জেমি বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি লুবাবার নিজের উপলব্ধির ফল। সে নিজেই বুঝেছে যে আর মিডিয়ায় কাজ করবে না এবং পর্দার সামনে মুখ দেখাতে চায় না। এ কারণেই সে নেকাব পরা শুরু করেছে।
তিনি আরও জানান, লুবাবা ধর্মীয় বই পড়ার মাধ্যমে নিজেই জীবনধারায় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে সে কোরআন খতম দিয়েছে এবং নিয়মিত হাদিস ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করছে। এসবের মধ্য দিয়েই তার চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে।
জাহিদা ইসলাম জেমি বলেন, লুবাবা এখন থেকে কোনো ধরনের প্রচারণামূলক কাজ করলে সেটিও নেকাব পরিহিত অবস্থাতেই করবে। এছাড়া আগামী রমজানে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।
শোবিজের চাকচিক্য ছেড়ে ধর্মীয় জীবনের পথে ফেরাটা তারকাদের ক্ষেত্রে নতুন নয়। দেশ-বিদেশে বহু তারকাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার এই পরিবর্তন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com