সংগৃহীত
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও শহীদ ওসমান হাদির সহচর আবদুল্লাহ আল জাবের বলেছেন, তিনি না থাকলেও যেন ইনসাফের এই লড়াই থেমে না যায়। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “আমি যদি চলেও যাই, আপনারা দয়া করে ইনসাফের এই লড়াই থামাবেন না। আশা করি, আমি চলে গেলেও আপনারা এই সংগ্রাম চালিয়ে যাবেন।”
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে চলমান আন্দোলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
আবদুল্লাহ আল জাবের বলেন, আন্দোলনে অনেকেই বক্তব্য দিতে চাইবেন বা বিভিন্ন কথা বলবেন। তবে তার বক্তব্য ছাড়া অন্য কারও বক্তব্য ইনকিলাব মঞ্চের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য না করার আহ্বান জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ওই আন্দোলনে কতজন উপদেষ্টার কী ভূমিকা ছিল, তা জনগণ জানে। তার দাবি, দুই-তিনজন উপদেষ্টা ছাড়া বাকিদের তেমন কোনো অবদান ছিল না। অথচ বর্তমানে তারা সচিবালয়ে বসে দায়িত্ব পালন করছেন।
তিনি অভিযোগ করেন, মাঠে থেকে যারা প্রকৃতপক্ষে আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের অবদান উপেক্ষিত থাকছে। ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com