ছবি : সংগৃহীত।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম নির্বাচন কমিশনকে (ইসি) আশ্বস্ত করে বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সফলভাবে আয়োজনের পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও মাঠপর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইজিপি বাহারুল আলম বলেন, জুলাই-পরবর্তী পরিস্থিতিতে নানা বাস্তবতার কারণে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষায় কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তবে এখন সেই অবস্থা কাটিয়ে উঠে আগামী নির্বাচনকে সামনে রেখে পুলিশ তার সক্ষমতা পুনরুদ্ধার করতে পেরেছে। এ জন্য কঠোর পদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনের ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন দাবিদাওয়া আদায়ে সড়ক ও মহাসড়ক অবরোধ এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি বন্ধ করার সময় এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনী অনুসন্ধান কমিটিকে বিচারিক ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করে আইজিপি বলেন, এই কমিটি প্রয়োজনে শুধু পুলিশ নয়, যেকোনো বাহিনীর সহায়তা নিতে পারবে। নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারের প্রতি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সর্বোচ্চ শক্তি ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা সম্ভব।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com