ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

শরিফ ওসমান হাদি হত্যা মামলা: প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১০:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

নিউজ ডেস্ক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ আদালতে আবেদন করে জানান, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে—পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ যে কোনো সময় দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন।

আবেদনে উল্লেখ করা হয়, আসামি যাতে স্থল, নৌ কিংবা বিমানবন্দর ব্যবহার করে ইমিগ্রেশন সম্পন্ন করে পালিয়ে যেতে না পারেন, সে জন্য তার বিদেশ গমন রোধে জরুরি আইনগত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

এদিকে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানান, হাদির ওপর গুলি চালানো মূল অভিযুক্ত ফয়সাল ইসলামের ভারতে পালিয়ে যাওয়ার তথ্যটি নিশ্চিত নয়। তিনি বলেন, এটি একটি প্রচার কৌশলও হতে পারে। তবে আসামির সর্বশেষ অবস্থান নির্ধারণে গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com