ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:০৪ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

আইনের শাসন কাকে বলে , তা প্রমাণ করতে চাই: সিইসি

প্রকাশিত : ০১:০৪ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫

ফাইল ছবি

নিউজ ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আইনের শাসন কাকে বলে—তা নির্বাচন কমিশন বাস্তবভাবে দেখিয়ে দিতে চায়। নির্বাচন কমিশনের ওপর সামষ্টিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে না পারার অপবাদ থেকে কমিশন মুক্তি চায়।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে—আমরা নির্বাচন ব্যবস্থাকে ভঙ্গুর করে ফেলেছি। এই অপবাদ থেকে মুক্তি পেতে আমরা প্রমাণ করতে চাই যে, আমরা সঠিক ও সুন্দর নির্বাচন করতে সক্ষম। আর তা সম্ভব একমাত্র আইনের শাসনের মাধ্যমেই। রুল অব ল ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, যারা মাঠে দায়িত্ব পালন করবেন, তাদের প্রধান দায়িত্ব হবে আইনের শাসন নিশ্চিত করা। তিনি বলেন, “আমাদের ওপর একটি জাতীয় দায়িত্ব এসে পড়েছে। এটি যেমন শাসনতান্ত্রিক দায়িত্ব, তেমনি সাংবিধানিক দায়িত্বও।

দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “এই ক্রান্তিকালে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থাকব। এই দেশ শুধু আমার বা আপনার নয়—এটা সবার দেশ। দেশটাকে সঠিক অবস্থায় রেখে যাওয়া আমাদের সবার দায়িত্ব। এখানে আর ব্যর্থ হওয়ার সুযোগ নেই।

সিইসি বলেন, “আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। আপনারা যদি দায়িত্ব ঠিকভাবে পালন না করেন, তাহলে আমার ঘুম হারাম হয়ে যায়। এই সিস্টেমকে টিকিয়ে রাখার পূর্ণ দায়িত্ব আপনাদের ওপর। ইউ আর অল রেসপন্সিবল।

তিনি আরও বলেন, “আমাকে খুশি করার প্রয়োজন নেই। আপনারা আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করবেন। আমি আশা করি, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আমাদের কাঁধে যে গুরু দায়িত্ব এসেছে, তা সঠিকভাবে পালন করব। কোনো ধরনের বিচ্যুতি ঘটবে না। আপনারা কার্যকরভাবে কাজ করবেন। নির্বাচন কমিশন সবসময় আপনাদের পাশে থাকবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com