ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৪৬ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

গাজীপুর-১ আসনে দুই ভাইয়ের মনোনয়ন, রাজনৈতিক অঙ্গনে আলোচনা

প্রকাশিত : ০২:৪৬ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত

নিউজ ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ) আসনে একই পরিবারের দুই ভাইয়ের মনোনয়নপত্র সংগ্রহ ঘিরে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। একই আসন থেকে তার বড় ভাই চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এর আগের দিন রোববার একই কার্যালয় থেকে লেবার পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেন তার বড় ভাই চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী।

রিটার্নিং অফিস কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান। দলীয় মনোনয়ন না পাওয়ায় ইশরাক আহমেদ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন।

একই সাবেক বিএনপি নেতার দুই ছেলে মনোনয়নপত্র সংগ্রহ করায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। তারা দুজনই বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর সন্তান।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “মনোনয়নপত্র সংগ্রহ করেছি, শেষ পর্যন্ত কী হয় তা দেখা যাবে। তবে দলীয় মনোনয়নের ব্যাপারে এখনো আশাবাদী।”

অন্যদিকে লেবার পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন নেওয়ার বিষয়ে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বলেন, “এলাকায় আমার জনপ্রিয়তা রয়েছে। সে কারণেই বাংলাদেশ লেবার পার্টি (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”

এছাড়া গাজীপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আতিকুর রহমান

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com