ছবি : সংগৃহীত।
ক্ষমতায় গেলে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন নির্বাচনী ইশতেহারে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় ভাতা ও উৎসব ভাতার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি তাদের কল্যাণে বিদ্যমান ট্রাস্টগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না। একই সঙ্গে কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com