ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৩৭ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

আমি দাদুর পাশে থাকতে চাই,মাতৃভূমি নিয়ে জাইমা রহমানের অনুভূতির প্রকাশ

প্রকাশিত : ১২:৩৭ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫

ফাইল ছবি

নিউজ ডেস্ক :

দীর্ঘ সময় প্রবাসে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। দেশে ফেরার প্রাক্কালে বিএনপি চেয়ারপারসন ও তার দাদি বেগম খালেদা জিয়া এবং মাতৃভূমি বাংলাদেশকে ঘিরে আবেগঘন অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন জাইমা রহমান।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার সঙ্গে শৈশবের একটি ছবি শেয়ার করেন তিনি। পোস্টটি ইতোমধ্যে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

পোস্টে জাইমা রহমান স্মৃতিচারণ করে লেখেন, শৈশবে দাদির সঙ্গে কাটানো সময়গুলোর মধ্যে একটি বিশেষ মুহূর্ত আজও তাঁর মনে গভীরভাবে গেঁথে আছে। তিনি জানান, মাত্র এগারো বছর বয়সে স্কুল ফুটবল টুর্নামেন্টে জয়ী হয়ে পাওয়া মেডেলটি নিজ হাতে দাদিকে দেখানোর সুযোগ পেয়েছিলেন। সেই সময় বেগম খালেদা জিয়ার মনোযোগ, গর্ব আর আন্তরিকতা তাঁর মনে আজও নেতৃত্বের প্রথম পাঠ হিসেবে ধরা দেয়।

তিনি উল্লেখ করেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে লাখো মানুষের কাছে পরিচিত হলেও তাঁদের কাছে বেগম খালেদা জিয়া ছিলেন একজন স্নেহশীল অভিভাবক—‘দাদু’। পরিবারের সদস্যদের প্রতি সময় দেওয়া, খোঁজখবর রাখা এবং উৎসাহ জোগানোই ছিল তাঁর ব্যক্তিত্বের অন্যতম দিক।

বাংলাদেশের বাইরে কাটানো দীর্ঘ সতেরো বছরের অভিজ্ঞতা প্রসঙ্গে জাইমা রহমান লেখেন, প্রবাস জীবন তাঁকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে, বাস্তববাদী করে তুলেছে। তবে নিজের শিকড়, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সম্পর্ক কখনোই ছিন্ন হয়নি। লন্ডনে বসবাস করলেও তাঁর মন-মানসজুড়ে ছিল বাংলাদেশ।

আইন পেশায় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা যেমন শৃঙ্খলা শিখিয়েছে, তেমনি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার অভিজ্ঞতা তাঁকে মানবিক ও দায়িত্বশীল হতে শিখিয়েছে। বিচারবঞ্চিত ও অবহেলিত মানুষের গল্প কাছ থেকে দেখা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে।

পোস্টে তিনি আরও লেখেন, তাঁর দাদাকে তিনি দেখেননি, তবে সততা ও দেশপ্রেমের গল্প শুনেই বড় হয়েছেন। সেই আদর্শই পরিবার থেকে বহন করে চলেছেন তারা। চব্বিশের গণ-অভ্যুত্থান এবং ৫ আগস্টের আগে-পরে সময়গুলোতে নীরবে নিজের জায়গা থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

দীর্ঘ সময় পর দেশে ফেরার অনুভূতি তুলে ধরে জাইমা রহমান বলেন, দেশে ফেরা মানে আবেগ ও অনুভূতির এক গভীর মিলন। তিনি দাদির পাশে থাকতে চান, বাবাকে সর্বাত্মক সহযোগিতা করতে চান এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, নিজের চোখে ও অভিজ্ঞতায় বাংলাদেশকে নতুনভাবে জানতে চান, মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে চান এবং দেশকে আবার সঠিক পথে এগিয়ে যেতে দেখতে চান।

পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, তাঁর পরিবারকে ঘিরে দেশের মানুষের আগ্রহ ও প্রত্যাশা রয়েছে—কখনো তা আশার, কখনো প্রশ্নের। সেই প্রত্যাশার দায়ভার তাঁরা সবাই অনুভব করেন এবং সেটি পূরণে সচেষ্ট থাকার কথাও জানান জাইমা রহমান।

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com