ফাইল ছবি
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। আটক নারীর নাম তনিমা, যিনি তন্বী নামেও পরিচিত।
খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সোমবার (২২ ডিসেম্বর) রাতে তাকে হেফাজতে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর হোসেন।
তিনি জানান, তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত তথ্য জানানো যাচ্ছে না। আটক নারীকে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে সোমবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার (৪২) গুলিবিদ্ধ হন। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৯-১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
আহত মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লীমঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে।
অন্যদিকে, আটক তনিমা ওরফে তন্বী এনসিপির অঙ্গসংগঠন যুবশক্তির সঙ্গে যুক্ত। গত ৪ অক্টোবর জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটি অনুমোদনের সময় তিনি যুগ্ম সদস্যসচিব পদ লাভ করেন। কমিটিটি অনুমোদন দেন আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম।
গুলির ঘটনার স্থান নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগী ও এনসিপি নেতাদের দাবি, নগরীর গাজী মেডিক্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, নগরীর ১০৯ মজিদ সরণীর আল আসকা মসজিদ গলির ‘মুক্তাহাউজ’ নামের একটি ভবনের নিচতলায় গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গুলির খোসা, মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জামসহ অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মোতালেব শিকদার ওই বাসায় তনিমা ওরফে তন্বীর সঙ্গে অবস্থান করতেন। মাদক ও চাঁদাবাজির অর্থ ভাগাভাগি সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, রোববার রাত থেকে মোতালেব শিকদার ওই কক্ষে অবস্থান করছিলেন। সোমবার সকাল ১১টার আগেই তিনি গুলিবিদ্ধ হন এবং পরে বাসা থেকে বের হন। পরিচিত ব্যক্তিরাই তাকে গুলি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর তনিমা আত্মগোপনে চলে যান, পরে তাকে আটক করা হয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com