ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১১:৫৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

গানম্যান প্রত্যাখ্যান, ইনসাফপূর্ণ নিরাপত্তা চাই: ডাকসু ভিপি

প্রকাশিত : ১১:৫৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫

ফাইল ছবি

নিউজ ডেস্ক :

সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে তিনি সারাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান তুলে ধরেন।

পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার বিষয়েও অবহিত করা হয়। তবে তিনি এ প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর মানুষের প্রত্যাশা ছিল দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের কারণে জননিরাপত্তা বারবার বিঘ্নিত হচ্ছে।

ভিপি সাদিক কায়েমের মতে, আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হলে নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ তৈরি হতো না। এই প্রেক্ষাপটে তিনি প্রশ্ন তোলেন—জনগণের সেই প্রত্যাশা এখনো কেন পূরণ হয়নি।

তিনি আরও বলেন, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে ওসমান হাদির মতো মানুষ শহিদ হচ্ছেন, অথচ খুনিরা ধরা-ছোঁয়ার বাইরে থাকছে। অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়ার প্রস্তাব আসছে—এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তিনি সংকোচ বোধ করছেন।

পোস্টের শেষাংশে সাদিক কায়েম বলেন, নিরাপত্তা সবারই প্রয়োজন। তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তা ন্যায়সংগত হয় না। দেশের আপামর মানুষের জন্য নিরাপদ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। যখন দেশের ছাত্র-জনতা এখনো অনিরাপদ, তখন কেবল নিজের জন্য গানম্যান গ্রহণ করাকে তিনি সঠিক মনে করেন না।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com