ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা (ফাইল ছবি)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে এ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন দলটির কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ আল-হাবীব।
অন্যদিকে, দলীয় মনোনয়ন না পেলেও একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। রুমিন ফারহানা বলেন,
“আমি যা বলি, সেটার পেছনে থাকি। ভালো হোক বা খারাপ—সবকিছুর দায় আমার। জনগণ পাশে থাকলে প্রতীক যাই হোক, আমি সরাইল–আশুগঞ্জ থেকেই নির্বাচনে থাকব।”
এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়—দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে বিএনপি ও বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মধ্যে নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতা অনুযায়ী, যেসব আসনে জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী দেবে, সেসব আসনে বিএনপি প্রার্থী দেবে না এবং বিএনপির আসনগুলোতেও জমিয়ত প্রার্থী দেবে না।
তবে এই সমঝোতা থাকলেও জমিয়ত নেতারা বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন না। তাদের নিজস্ব প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসনে ছাড় দিয়েছে। আসনগুলো হলো—
নীলফামারী-১ (ডোমার–ডিমলা), নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা), সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ)।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে দুই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী সমঝোতার ঘোষণা দেওয়া হয়।
এর আগে চলতি বছরের ২৩ অক্টোবর জাতীয় নির্বাচনে প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা বাধ্যতামূলক করে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com