ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:২৮ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

ড. ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় অনুমোদন পেল ২২ প্রকল্প

প্রকাশিত : ০৩:২৮ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত

নিউজ ডেস্ক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা একনেকের চেয়ারপারসন . মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন পায়।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা। এছাড়া প্রকল্প ঋণ হিসেবে হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের সপ্তম একনেক সভা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এটি ১৮তম একনেক সভা।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com