ফাইল ছবি
দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে বড় পরিসরের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। এ আয়োজনে অর্ধকোটির বেশি মানুষের উপস্থিতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের প্রস্তুতি ও কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। রিজভী বলেন, তারেক রহমানের সংবর্ধনাকে কেন্দ্র করে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল জনসমাবেশে রূপ নেবে অনুষ্ঠানটি।
তিনি আরও জানান, সংবর্ধনা অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারিভাবে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনি দলীয়ভাবেও প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সরকারের আন্তরিকতার কথাও উল্লেখ করেন তিনি।
রুহুল কবির রিজভী জানান, দেশে পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com