ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মী, আন্দোলনের সমন্বয়ক, রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে গুরুত্বপূর্ণ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
পুলিশ সূত্র জানায়, বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংসদ সদস্য প্রার্থীরা গানম্যান ও অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন—জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ। তাদের কয়েকজনকে গানম্যান দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সূত্র আরও জানায়, জুলাই আন্দোলনের সম্মুখসারির কয়েকজন যোদ্ধা, সমন্বয়ক এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় রাজনীতিকরা দীর্ঘদিন ধরেই প্রাণনাশের হুমকির মুখে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রের তথ্য গোয়েন্দা সংস্থার একাধিক প্রতিবেদনে উঠে এসেছে।
এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে ইতোমধ্যে গানম্যান দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, ডা. শফিকুর রহমান ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা মহানগর পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য লিখিত আবেদন করেছেন। একইভাবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ডেমরা–যাত্রাবাড়ী এলাকা থেকে বিএনপি মনোনীত প্রার্থী তানভির আহমেদ রবিন, পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাফির তুহিন, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদসহ আরও কয়েকজন গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে অগ্রাধিকারভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এছাড়া ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদির পরিবারকেও বিশেষ নিরাপত্তার আওতায় আনা হচ্ছে। পরিবারের এক বোনকে অস্ত্রের লাইসেন্স ও গানম্যান দেওয়ার পাশাপাশি অন্যান্য সদস্যের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি ব্যবস্থা রাখা হবে।
এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম জানান, যাদের নিরাপত্তা ঝুঁকি বেশি তাদের জন্য অস্ত্রধারী রক্ষীর ব্যবস্থা করা হয়েছে। কম ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চলাচল ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি বলেন, সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়; এসব বিষয় এসবির অতিরিক্ত আইজিপি দেখভাল করছেন।
পুলিশের আরেক কর্মকর্তা জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সেই তালিকা বিশ্লেষণ করে পর্যায়ক্রমে গানম্যান দেওয়া হচ্ছে। তবে অনেকেই শিক্ষার্থী পরিচয় বা গণপরিবহনে চলাচলের কারণে সবার জন্য একই ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এখন পর্যন্ত লিখিতভাবে ১২ জন গানম্যান ও নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। এক–দুই দিনের মধ্যে বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com