(ফাইল ছবি)
বাংলাদেশে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে ঘুষ দেওয়ার প্রবণতায় জেলা পর্যায়ে শীর্ষে রয়েছে নোয়াখালী ও কুমিল্লা। একই সঙ্গে আয়ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, তুলনামূলকভাবে উচ্চ আয়ের জনগোষ্ঠীর মধ্যেই ঘুষ দেওয়ার হার বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) ২০২৫–এর চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে জরিপের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে বিবিএস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী।
জরিপে দেখা যায়, গত ১২ মাসে যেসব নাগরিক সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদের মধ্যে জাতীয়ভাবে গড়ে ৩১ দশমিক ৬৭ শতাংশ ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে জেলা পর্যায়ে এই হার অনেক ক্ষেত্রে জাতীয় গড়ের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।
ঘুষ প্রদানের হারে শীর্ষে রয়েছে নোয়াখালী, যেখানে সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগকারী ৫৭ দশমিক ১৭ শতাংশ নাগরিক ঘুষ দিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা (৫৩ দশমিক ৪৭ শতাংশ)। এরপর ফরিদপুরে ৫১ দশমিক ৭০ শতাংশ, ভোলায় ৪৯ দশমিক ০১ শতাংশ এবং সিরাজগঞ্জে ৪৮ দশমিক ৩৭ শতাংশ নাগরিক ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
অন্যদিকে, তুলনামূলকভাবে কম ঘুষ দেওয়ার জেলা হিসেবে সবচেয়ে নিচে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, যেখানে হার ১০ দশমিক ৪৯ শতাংশ। এর পর রয়েছে মাগুরা (১৩ দশমিক ৯৮ শতাংশ), লালমনিরহাট (১৪ দশমিক ৫০ শতাংশ), গাজীপুর (১৫ দশমিক ২৪ শতাংশ) ও সিলেট (১৫ দশমিক ৬১ শতাংশ)। এসব জেলায় ঘুষ প্রদানের হার জাতীয় গড়ের তুলনায় অনেক কম।
আয়ভিত্তিক বিশ্লেষণেও উঠে এসেছে ভিন্ন বাস্তবতা। জরিপ অনুযায়ী, সবচেয়ে ধনী শ্রেণির (Richest) ৩৫ দশমিক ১৬ শতাংশ মানুষ ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তুলনামূলকভাবে সবচেয়ে দরিদ্র শ্রেণিতে এই হার ২৫ দশমিক ৯২ শতাংশ। মধ্যম আয়ের ক্ষেত্রে হার ৩২ দশমিক ২৪ শতাংশ এবং উচ্চ-মধ্যম আয়ের ক্ষেত্রে ৩৩ দশমিক ৬০ শতাংশ।
বিশ্লেষকেরা বলছেন, এ ফলাফল প্রচলিত ধারণার সঙ্গে সাংঘর্ষিক। সাধারণভাবে দরিদ্র জনগোষ্ঠীকেই বেশি ঘুষ দিতে বাধ্য হতে হয় বলে মনে করা হলেও জরিপের তথ্য বলছে, উচ্চ আয়ের মানুষ সরকারি কাজ দ্রুত সম্পন্ন করা বা বাড়তি সুবিধা পেতে তুলনামূলকভাবে বেশি ঘুষ দিচ্ছেন—অথবা তাঁদের কাছ থেকেই বেশি ঘুষ আদায় করা হচ্ছে। এতে দুর্নীতি একটি প্রাতিষ্ঠানিক ও আচরণগত সমস্যার রূপ নিচ্ছে বলে মত বিশ্লেষকদের।
বিবিএস জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের ৬৪ জেলার ৪৫ হাজার ৮৮৮টি খানায় বসবাসকারী ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী ৮৪ হাজার ৮০৭ জন নারী ও পুরুষ এই জরিপে অংশ নেন। নাগরিকদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে নিরাপত্তা, সুশাসন, সরকারি সেবার মান, দুর্নীতি, ন্যায়বিচারে প্রবেশাধিকার ও বৈষম্য—এসডিজি ১৬–এর ছয়টি লক্ষ্যের অগ্রগতি মূল্যায়নে এই জরিপ পরিচালিত হয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com