ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১১:২৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

হাদি হত্যাকাণ্ডে বিদেশে বসে পরিকল্পনা, সন্দেহভাজন শুটারের বিদেশে সফরের তথ্য

প্রকাশিত : ১১:২৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত

নিউজ ডেস্ক :

দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করা শরিফ ওসমান বিন হাদিকে। এই হত্যাকাণ্ড বাস্তবায়নে দেশ ও বিদেশে অবস্থান করে একাধিক পক্ষ সমন্বিতভাবে কাজ করেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

হত্যা মামলার মূল সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদের বিদেশযাত্রা ও বিদেশে বৈঠকের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে উঠে এসেছে, হত্যার পরিকল্পনার অংশ হিসেবে ফয়সাল দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছে। এসব বৈঠক সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকায় অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তারা জানান, ফয়সাল গত ২১ জুলাই সিঙ্গাপুরে যায় এবং ২৬ জুলাই দেশে ফিরে আসে। এই পাঁচ দিনের বিদেশ সফরেই মূলত হাদি হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। পলাতক কয়েকজন আওয়ামী লীগ নেতা ফয়সালকে সঙ্গে নিয়ে এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে।

সিঙ্গাপুর সফরের সময় ফয়সাল নিজেকে তথ্যপ্রযুক্তি খাতের একজন উদ্যোক্তা হিসেবে পরিচয় দিয়েছিল। সিঙ্গাপুরে পৌঁছানোর পর সে সড়কপথে মালয়েশিয়ার সীমান্ত এলাকায় গিয়ে বৈঠকগুলো সম্পন্ন করে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ফয়সালের ভ্রমণ সংক্রান্ত নথিপত্রে সিঙ্গাপুর সফরের তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো সম্ভব নয়, তবে সময়মতো সব তথ্য প্রকাশ করা হবে।

দিকে, হত্যাকাণ্ডের আগেই স্ত্রী ও ঘনিষ্ঠজনদের ইঙ্গিত দিয়েছিল ফয়সাল। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সে তার স্ত্রী সাহেদা পারভীনকে জানিয়েছিল, সামনে এমন পরিস্থিতি আসতে পারে যখন দেশে থাকা সম্ভব নাও হতে পারে। একই সঙ্গে একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবের কথা উল্লেখ করে জানায়, সেখানে প্রায় ৩০ লাখ টাকা জমা রয়েছে, যা দিয়ে পরিবার ভবিষ্যতে চলতে পারবে।

ফয়সালের স্ত্রী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। তারা বলছেন, পুরো হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা চিহ্নিত করতে তদন্ত আরও গভীরভাবে চলছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com