সংগৃহীত
জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চলাচল নির্বিঘ্ন রাখতে রাজধানীর শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি অব্যাহত রাখেন।সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, তারেক রহমানের পূর্বনির্ধারিত কর্মসূচি শেষ হওয়ার পর দুপুর ১২টার দিকে পুনরায় শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেওয়া হবে।
এর আগে, শুক্রবার রাতভর কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। শহীদ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেন তারা।
আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত না হলে শাহবাগে তাদের অবস্থান ও অবরোধ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে।
গতকাল রাতভর শাহবাগে অবস্থান নিয়ে তারা সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বেইমানি মেনে নেওয়া হবে না।
বিএনপি সূত্র জানায়, শনিবার বেলা ১১টার দিকে তারেক রহমান শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে যাবেন। এ সময় তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়েই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা স্বেচ্ছায় মূল অবস্থান থেকে কিছুটা সরে যান। কবর জিয়ারত শেষে তারেক রহমান পঙ্গু হাসপাতালে গিয়ে আহতদের দেখার কথাও রয়েছে। এরপর আন্দোলনকারীরা আবার শাহবাগ মোড়ে ফিরে আসবেন বলে জানিয়েছেন।উল্লেখ্য, গত কয়েক দিন ধরে শাহবাগ এলাকায় এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা কোনো রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতে চান না; শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত করাই তাদের মূল দাবি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com