সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) রোববারের (২৮ ডিসেম্বর) বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হিসেবে নিবন্ধনের নথি উপস্থাপন করা হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের যে কোনো যোগ্য ও প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার এখতিয়ার রয়েছে। সে অনুযায়ী তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
আখতার আহমেদ আরও জানান, ভোটার নিবন্ধনের অংশ হিসেবে ফরম পূরণ, ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য—আঙুলের ছাপ ও স্বাক্ষর গ্রহণসহ প্রয়োজনীয় সব কার্যক্রম শেষ হয়েছে। তবে তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। সে কারণে তাদের ভোটার হওয়ার নথি রোববার কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে।
এদিকে, এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সম্পন্ন হওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।
তিনি বলেন, ডেটাবেজে তথ্য যাচাই শেষে সফটওয়্যারভিত্তিক প্রক্রিয়ায় এনআইডি নম্বর জেনারেট করা হয়। অনুমোদন পেলেই জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয়ে যাবে।
উল্লেখ্য, শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এনআইডি নিবন্ধনের উদ্দেশ্যে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন তারেক রহমান। একই দিন তার কন্যা জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com