ঢাকা, ০৩ আগস্ট, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :
প্রকাশিত : ০৮:৩০ এএম, ০২ আগস্ট ২০২৫
Digital Solutions Ltd

নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না: নাহিদ

প্রকাশিত : ০৮:৩০ এএম, ০২ আগস্ট ২০২৫

শনিবার (২ আগস্ট) জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচিত সংসদের হাতে না তুলে দিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তা কার্যকর করতে হবে।

শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, "নতুন বাংলাদেশের ইশতেহারে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে। এরই ধারাবাহিকতায় আমরা জুলাই মাসজুড়ে একটি পদযাত্রা পরিচালনা করেছি। এ কর্মসূচিতে অংশগ্রহণকারী ও সহযোগীদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।"

তিনি আরও বলেন, "জুলাই পদযাত্রার মূল দাবি ছিল বিচার সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের কথা বলেছি। শুনেছি, আগামী ৫ আগস্ট সব পক্ষকে নিয়ে জুলাই সনদ প্রকাশ করা হবে। এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।"

নাহিদ ইসলাম জানান, "জুলাই সনদের অনেক বিষয়ে পক্ষগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও কিছু বিষয়ে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এসব বিষয়ে এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট হলে সব দল সনদে স্বাক্ষর করবে।"

তিনি বলেন, "আমরা শুরু থেকেই বলেছি—জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং সেই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও নতুন সংসদ বা গণপরিষদ গঠন করতে হবে। আমরা চাই, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এই সনদ কার্যকর হোক।"

নির্বাচন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ছাত্র উপদেষ্টাদের ব্যর্থতা ও দুর্নীতি দেখতে পাচ্ছি : সাদিক কায়েম শিরোনাম রোববার ছাত্রদল-এনসিপির সমাবেশ, যান চলাচলে ডিএমপির নির্দেশনা শিরোনাম জুলাই শহীদদের শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম আমরা যে চূড়ান্ত পরিবর্তন চেয়েছিলাম, তা সম্ভব হয়নি: আসিফ মাহমুদ শিরোনাম নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না: নাহিদ শিরোনাম হে আল্লাহ, রাজনীতি নামক অভিশাপ থেকে মাতৃভূমিকে রক্ষা করো: শবনম ফারিয়া