ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আজ শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে তার উপস্থিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সেখানে তিনি ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। ভোটার তালিকা আইন অনুযায়ী যোগ্য নাগরিকদের যেকোনো সময় তালিকাভুক্ত করার সুযোগ রয়েছে।
নির্বাচন কমিশনে যাওয়ার আগে তারেক রহমান একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। এর অংশ হিসেবে বেলা ১১টার দিকে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করবেন।
এরপর তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই বিপ্লবে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাঁদের সঙ্গে সময় কাটাবেন। দেশে ফেরার পর থেকেই রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ সময় পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। এরপর তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা সভায় যোগ দেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
বর্তমানে তিনি রাজধানীর গুলশানে অবস্থান করছেন এবং দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তার আগমনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com