সংগৃহীত
নিজের দল বিলুপ্ত করে নেতা-কর্মীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন সৈয়দ এহসানুল হুদা।
এ সময় জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৫ আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন।
নবাগতদের অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি ও চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিশ্বাস রেখে বিএনপিতে যোগ দিয়েছেন।
তিনি বলেন, এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে আমরা আশা করছি।
বিএনপিতে যোগদান প্রসঙ্গে সৈয়দ এহসানুল হুদা বলেন, বিএনপি একটি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দল। দেশের বর্তমান ক্রান্তিকালে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নিতেই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতেই নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সৈয়দ এহসানুল হুদা জানান, অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থেকে বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চান তিনি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com