সংগৃহীত
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে জনগণ যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
শনিবার দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, “এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দেশের প্রতিটি মানুষ যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখতে পায়। আমরা চাই মানুষ নিজের ইচ্ছামতো ভোট দিতে পারুক। আমি স্পষ্ট করে বলতে চাই—এই সরকার কোনো দলের পক্ষে নয়।”
তিনি জানান, আগামী পরশুদিন মনোনয়ন সংগ্রহের শেষ দিন। এরপর জনগণ জানতে পারবে কারা কারা নির্বাচনে অংশ নিচ্ছেন। লক্ষ্য হচ্ছে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে একটি বিশেষ পরিস্থিতিতে যে পরিবর্তন এসেছে, তা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত। সেই দাবিগুলো সামনে রেখে একটি প্রাথমিক সংস্কার তালিকা তৈরি করা হয়েছে। যদিও সব দাবি পুরোপুরি প্রতিফলিত হয়নি, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি জানান, এই তালিকা প্রথমবারের মতো জনগণের সামনে উপস্থাপন করা হবে এবং এ বিষয়ে আলাদাভাবে গণভোট অনুষ্ঠিত হবে। জনগণ যদি তালিকার ৮০ থেকে ৯০ শতাংশ বিষয়ে একমত হয়, তাহলে ‘হ্যাঁ’ ভোট দিতে পারবে। অন্যথায় ‘না’ ভোট দেওয়ার সুযোগও থাকবে।
তৌহিদ হোসেন আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশে যেসব জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন, তারা জনগণের মতামতকে উপেক্ষা করতে পারবেন না। কারণ, ভোটের জন্য আবারও তাদের জনগণের কাছেই যেতে হবে।
অনুষ্ঠানে তিনি বলেন, ভোটের গাড়ির মূল উদ্দেশ্য হলো ভোটারদের উৎসাহিত করা। সরকার চায়, উৎসবমুখর পরিবেশে সবাই শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করুক।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com