সংগৃহীত
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু ব্যক্তি পরিবর্তন করলেই দেশ বদলে যাবে না; প্রয়োজন পুরো ব্যবস্থার সংস্কার। সহিংসতার মাধ্যমে কোনো রাজনৈতিক বা সামাজিক পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, যারা আগুন লাগায় বা ককটেল বিস্ফোরণ ঘটায়, তারা আমাদের সবার জন্য অভিন্ন প্রতিপক্ষ। রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ ভিন্ন হলেও সহিংসতার মাধ্যমে কোনো পরিবর্তন আনা যায় না। সংযম, যুক্তিনির্ভর সমালোচনা ও শান্তিপূর্ণভাবে ক্ষোভ প্রকাশের মধ্য দিয়েই সামনে এগোতে হবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় হেলিকপ্টার ও কাঁদানে গ্যাস ব্যবহার না করার বিষয়ে তিনি বলেন, ওই সময় সেসব ব্যবহার করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। সে সময় একমাত্র লক্ষ্য ছিল আটকে পড়া ২৮ জনকে নিরাপদে উদ্ধার করা।
তিনি জানান, আগুন দুই দফায় লাগানো হয়েছিল। প্রথম দফায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও দ্বিতীয় দফায় আগুনে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়। ভোর ৪টা ৩৭ মিনিটে আটকে পড়া সাংবাদিক ও ফায়ার সার্ভিস সদস্যদের ছাদ থেকে নিরাপদে নামানো সম্ভব হয়।
রিজওয়ানা হাসান বলেন, সরকার হিসেবে এই ঘটনায় যে ক্ষতি হয়েছে, তা গভীরভাবে উপলব্ধি করা হচ্ছে। এটি সরকারের কল্পনার বাইরের একটি ঘটনা ছিল এবং এতে সরকারও মর্মাহত।
তিনি আরও বলেন, কারও মতাদর্শ পছন্দ না হলে ভিন্ন চিন্তার গণমাধ্যম গড়ে তোলা যেতে পারে। কিন্তু কোনো প্রতিষ্ঠানে আগুন দিয়ে সমস্যার সমাধান হয় না।
গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের সময় প্রথম আলো, ডেইলি স্টার ও নিউ এইজ সংবাদ প্রকাশ করেছে। টেলিভিশনের ক্ষেত্রে চ্যানেল টোয়েন্টিফোর ও যমুনা টিভির ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
উপদেষ্টা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শের প্রভাব রাখা যাবে না। নতুন বাংলাদেশ গড়তে হলে গণতন্ত্র ও গণমাধ্যমকে আলাদা করে দেখার সুযোগ নেই।
সবশেষে তিনি বলেন, ভেঙে পড়া একটি সিস্টেমের ভেতর দিয়েই বর্তমান সরকার প্রশাসন পরিচালনা করছে। এই যাত্রায় সংকট ব্যবস্থাপনায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com