ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৫৮ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি

প্রকাশিত : ০২:৫৮ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত

নিউজ ডেস্ক :

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ও বাংলাদেশ দলের সাবেক পেসার মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

শনিবার (তারিখ অনুযায়ী) বিপিএলের ১২তম আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিকল্পনা সাজানো ও গা গরম করানোর জন্য নির্ধারিত সময়েই মাঠে উপস্থিত ছিলেন অভিজ্ঞ এই কোচ। তবে হঠাৎ করে দলের ডাগআউটের কাছে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ঘটনাটি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দলের ফিজিও তাকে সিপিআর দিতে শুরু করেন। এতে তাৎক্ষণিকভাবে তিনি সাড়া দেন এবং নিঃশ্বাস ফিরে পান। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি আবার নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে পৌঁছানোর পর জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহবুব আলী জাকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাকের পর দ্রুত সিপিআর দেওয়া হলেও তাকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

মাহবুব আলী জাকি ছিলেন বাংলাদেশ দলের সাবেক পেস বোলার। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিং পেশায় যুক্ত হন। বিসিবির অধীনে বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি জাতীয় দলের একাধিক পেসারের সঙ্গে কাজ করেছেন জাকি।

বিশেষ করে ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে তার সংশোধনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহবুব আলী জাকি। মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদসহ দেশের বেশ কয়েকজন পেসার তার অধীনে প্রশিক্ষণ নিয়েছেন।

তার মৃত্যুতে দেশের ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com