ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ১০:৩৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী শহিদ ওসমান হাদির বোন মাসুমা হাদি

প্রকাশিত : ১০:৩৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫

(ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক :

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শহিদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা । শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি নিজেই এই আগ্রহের কথা জানান।

এদিন মাসুমা হাদিকে প্রার্থী করার দাবিতে ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধনের আয়োজন করেন তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়ার কারণেই শহিদ ওসমান হাদিকে প্রাণ দিতে হয়েছে। তারা বলেন, ইনসাফ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদে কথা বলাই ছিল হাদির মূল লক্ষ্য, কিন্তু হত্যার মাধ্যমে সেই কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছে। তবে জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে তার যে সংগ্রাম, তা থামিয়ে দেওয়া যায়নি বলেও মন্তব্য করেন বক্তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, মাসুমা হাদির মধ্যে তারা শহিদ হাদির আদর্শ ও প্রতিচ্ছবি দেখতে পান। তাই তাকে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান তারা। বক্তাদের দাবি, এই চাওয়াটি শুধু সমর্থকদের নয়, বরং দেশবাসীর প্রত্যাশাও।

এ সময় শহিদ শরিফ ওসমান হাদির বড় বোন মাসুমা হাদি প্রার্থিতার প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, তার ভাইয়ের রক্তে গড়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামই ইনকিলাব মঞ্চের মূল প্রেরণা। তিনি বলেন, রিকশাচালক, দিনমজুর, কৃষক ও শ্রমজীবী মানুষের কণ্ঠ হয়ে সংসদে ইনসাফের কথা বলাই ছিল ওসমান হাদির স্বপ্ন। তাকে হত্যার মাধ্যমে সেই লড়াই থামিয়ে দেওয়া হয়েছে।

মাসুমা হাদি আরও জানান, ইনকিলাব মঞ্চের ভাই-বোনেরা সিদ্ধান্ত নিলে তিনি শহিদ হাদির নির্বাচনি সংসদীয় আসন ঢাকা-৮ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com