টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দেশজুড়ে সহিংসতা ও অস্থিরতার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব। হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) এক প্রতিক্রিয়ায় দেব বলেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মানুষ যেন শান্তিতে থাকতে পারে। সে হিন্দু হোক, মুসলমান হোক কিংবা খ্রিস্টান—ধর্ম যারই হোক, শান্তিই সবচেয়ে জরুরি।’
বিশ্ব পরিস্থিতির কথা তুলে ধরে এই অভিনেতা বলেন, ‘সারা পৃথিবীজুড়ে যুদ্ধ চলছে। অর্ধেক অর্থ অস্ত্র কিনতেই খরচ হচ্ছে, কারণ দেশ বাঁচাতে হবে—এই চিন্তা থেকে। এসব দেখে মাঝে মাঝে সত্যিই ভয় লাগে।’
তিনি আরও বলেন, ‘খবর দেখে মনে হয়, এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান কিংবা ভারত-চীনের মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু যুদ্ধ কখনোই কাম্য নয়।’
দেবের ভাষায়, ‘মানুষের চাওয়া খুব সাধারণ—দু’বেলার খাবার আর মাথার ওপর একটা ছাদ। পরিবারের মানুষগুলোকে ভালো রাখা। এসবের জন্য কাউকে হত্যা করার প্রয়োজন নেই।’
বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সামনে আরও কঠিন সময় আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। অভিনেতা বলেন, ‘এই কারণেই আরও ভয় লাগে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা সবাই যেন ভালো থাকি। সিনেমা চলুক বা না-চলুক, মানুষ হিসেবে ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com