ঈদে ‘তুফান’ জুটিকে দেখা যাবে বিটিভিতে
ঢাকাই চলচ্চিত্রের কিং খান শাকিব খান। সিনেমায় ২৬ বছরের ক্যারিয়ার পার করছেন তিনি। আসন্ন ঈদে তার অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা মুক্তি পাচ্ছে। অপরদিকে ছোট পর্দার বুদ্ধিদীপ্ত উপস্থিতিতে মন জয় করে নেওয়া অভিনেত্রী নাবিলা। ‘আয়নাবাজি’ সিনেমার পর ‘তুফান’ ছবিতেও ঝলক দেখিয়েছেন। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন শাকিব খানের বিপরীতে। ফলে দেশের শীর্ষ নায়কের সঙ্গে তার তৈরি হয়েছে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তুফানের পর আবারও একসঙ্গে দেখা যাবে তাদের, তবে এবার রূপালি পর্দায় নয়-টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজনে।
জানা গেছে, ‘তুফান’ ছবির সেটেই শাকিব খানের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল নাবিলার। সেই প্রথম দেখার অভিজ্ঞতা আজও রোমাঞ্চ ছড়ায় তার কণ্ঠে। নাবিলা বলেন, প্রথম দেখাতেই তাঁর মধ্যে এক অন্যরকম আভিজাত্য দেখেছিলাম। তখনই বুঝেছিলাম, তিনি শুধু তারকাই নন, একজন পরিপূর্ণ শিল্পী। অথচ তাঁর আচরণে ছিল না কোনো অহংকার। খুব সাধারণ, সাদামাটা একজন মানুষ। তাঁর সঙ্গে গল্প করা যায়, হাসা যায়, ভাব বিনিময় করা যায়-যেন আমাদেরই একজন।”
অভিনেত্রী আরও যোগ করেন, আমার সঙ্গে প্রথম শুটিং ছিল সিনেমার শেষ দৃশ্যের। একটু নার্ভাস ছিলাম। কিন্তু তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। যদিও একটু অন্তর্মুখী মানুষ, তবে সহশিল্পী হিসেবে দারুণ সহযোগিতাপরায়ণ।”
ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের এক বিশেষ আয়োজনে শাকিব খানকে দেখা যাবে অতিথি হিসেবে, আর সঞ্চালনার দায়িত্বে থাকবেন নাবিলা। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পর একসঙ্গে তোলা একটি ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে নাবিলা লিখেছেন, এটা আমার সহকর্মীর সঙ্গে একটি ছবি। আজ ঈদের একটি শোতে আমার অতিথি হয়েছেন মেগাস্টার শাকিব খান।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com