এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে ঘিরে চিকিৎসকরা সংকটময় পরিস্থিতির কথা জানিয়েছেন।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, শারীরিক অবস্থার ক্রমাগত অবনতির কারণে প্রথমে তাকে কেবিন থেকে সিসিইউতে এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এ চিকিৎসা দলে যুক্ত রয়েছেন তার পুত্রবধূ, চিকিৎসক ডা. জুবাইদা রহমানও।
এদিকে, শনিবার সারাদিনের বিভিন্ন কর্মসূচি শেষে রাতে মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সেখানে দুই ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন এবং রাত ১২টার দিকে হাসপাতাল ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
চিকিৎসক সূত্র জানায়, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত নানা জটিলতায় ভুগছেন। এসব শারীরিক সমস্যার ওঠানামার কারণে তার অবস্থার অবনতি ঘটছে।
তার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তাব বিএনপির পক্ষ থেকে বারবার দেওয়া হলেও আকাশপথে ভ্রমণের উপযোগী না হওয়ায় শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ফলে দেশেই সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com