ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০১:২০ এএম, ২৮ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

বিএনপিকে ক্ষমতায় আনতেই হবে, স্থিতিশীলতার একমাত্র পথ—নুরুল হক নুর

প্রকাশিত : ০১:২০ এএম, ২৮ ডিসেম্বর ২০২৫

গলাচিপায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক :

বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে, স্থিতিশীলতা ফেরানোর একমাত্র পথ—নুরুল হক নুর

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে সক্ষম হবে না। দেশের চলমান সংকট কাটিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে আগামীতে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে পটুয়াখালীর গলাচিপা বিএনপি কার্যালয়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নুরকে বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নুরুল হক নুর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর আলোচনা ছড়ানো হচ্ছে। গণ অধিকার পরিষদের সঙ্গে দুইটি আসনে সমঝোতা হয়নি—এমন কথার কোনো ভিত্তি নেই। সময় এলেই সবাই দেখতে পাবে, বিএনপি আমাদের কীভাবে মূল্যায়ন করে। তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে আমাদের যে প্রতিশ্রুতি ও সমঝোতা রয়েছে, তা প্রকাশ্যে বলা হবে না। তিনি কথা দিলে কথা রাখেন—এটি আমরা সবাই জানি।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমাদের মধ্যে আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। তবে ভবিষ্যতে নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন আন্দোলনের চেষ্টা করতে পারে। এতে রাষ্ট্র বড় ধরনের সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে নুর বলেন, কিছুদিন আগে আমাদের আন্দোলনের একজন সাহসী কর্মী ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সারা দেশে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ঘটনার রেশ ধরেই দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যমের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি আরও কিছুদিন চললে কেউ কেউ টেলিভিশনে এসে দেশ সংকটে পড়েছে বলে দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিতে পারত।

নুরুল হক নুর বলেন, শুধু নির্বাচন হলেই সংকটের সমাধান হবে—এমন ভাবার সুযোগ নেই। যারা যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছিল, তারা ৩১ দফা রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার করেছে, তা আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। লক্ষ্য হবে দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি নিরাপদ ও বিনিয়োগবান্ধব রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা।

তিনি বলেন, তার ব্যক্তিগত প্রাপ্তি কিংবা তার দল কয়টি আসন পেল—এসব বিষয় মুখ্য নয়। দেশের মানুষ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রধান অগ্রাধিকার। তাই কোনো ভাগ-বাটোয়ারার প্রশ্ন নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি—আগামীতে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির। তিনি বলেন, হাসিনাবিরোধী আন্দোলনে নুরুল হক নুর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপি তাকে সমর্থন দিয়েছে এবং দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। মনোনয়ন না পাওয়ায় কারও মন খারাপ থাকতেই পারে, তবে উস্কানিমূলক বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমে অশোভন মন্তব্য কাম্য নয়।

তিনি আরও বলেন, খুব শিগগিরই তারেক রহমান দিকনির্দেশনা দেবেন। গলাচিপা-দশমিনার বিএনপির সব নেতাকর্মী নুরুল হক নুরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব মিয়া, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিক খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাবুদ্দিন সিকদার, গণ অধিকার পরিষদের আন্তর্জাতিক সম্পাদক খাইরুল আমিন, গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির মুন্সি, জেলা সাবেক সদস্য সচিব শাহ আলম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈমসহ বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com