ঢাকা, ০৫ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৩:১২ এএম, ০৪ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

মাদুরো দম্পতিকে আটক ‘যুদ্ধ ঘোষণার শামিল’: ট্রাম্পকে ফোন করে অভিযানের বিরোধিতা নিউইয়র্ক মেয়রের

প্রকাশিত : ০৩:১২ এএম, ০৪ জানুয়ারি ২০২৬

মার্কিন অভিযানের প্রতিবাদে সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

নিজস্ব প্রতিবেদক :

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বাহিনীর অভিযানে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনাকে কার্যত ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি এই অভিযানকে সরাসরি ক্ষমতা পরিবর্তনের অপচেষ্টা আখ্যা দিয়ে এর তীব্র বিরোধিতা করেছেন।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ফোন করে নিজের অবস্থান স্পষ্ট করেন মেয়র মামদানি।

শনিবার এক সংবাদ সম্মেলনে মামদানি সাংবাদিকদের জানান, তিনি প্রেসিডেন্টকে ফোন করে এই অভিযানের বিরুদ্ধে তার আপত্তির কথা সরাসরি জানিয়েছেন। তার ভাষায়, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক।

মেয়র মামদানি বলেন, তার প্রতিবাদের মূল কারণ হলো কোনো সার্বভৌম রাষ্ট্রে জোরপূর্বক ক্ষমতা পরিবর্তনের প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান। তিনি মনে করেন, এই অভিযান ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যা সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে রাখার পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে।

মামদানি সতর্ক করে বলেন, একতরফাভাবে কোনো সার্বভৌম দেশের ওপর সামরিক আক্রমণ চালানো যুদ্ধ ঘোষণার শামিল এবং এটি আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মার্কিন পররাষ্ট্রনীতিতে এমন পরিবর্তনকে তিনি ‘বিপজ্জনক পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেন।

তিনি আরও বলেন, এই অভিযানের প্রভাব শুধু ভেনেজুয়েলায় সীমাবদ্ধ থাকবে না। নিউইয়র্কে বসবাসরত হাজারো ভেনেজুয়েলান নাগরিক এর ফলে সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারেন। তার মতে, নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান দায়িত্ব।

উল্লেখ্য, ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পরিচালিত এক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। জানা গেছে, আগামী সপ্তাহে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে বিচারিক কার্যক্রম শুরু হতে পারে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com