ঢাকা, ০৩ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৯:৪৭ এএম, ০২ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

খালেদা জিয়ার বিদায়ের পর নীরব শূন্যতার সাক্ষী ফাতেমা বেগম

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ০২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতেমা বেগম।

নিজস্ব প্রতিবেদক :

খালেদা জিয়ার বিদায়ের পর নীরব শোকের সাক্ষী ফাতেমা বেগম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতেমা বেগম যেন নীরব শূন্যতার এক জীবন্ত প্রতিচ্ছবি। দাফন থেকে শুরু করে শেষ বিদায়ের প্রতিটি মুহূর্তে ছায়ার মতো পাশে ছিলেন তিনি—এক মুহূর্তের জন্যও দূরে সরে যাননি।

খালেদা জিয়ার মৃত্যুর পর পরিবারের ভরসার জায়গা হিসেবেই ফাতেমা বেগমের নাম উঠে আসছে। বিশেষ করে তারেক রহমানের কন্যা জাইমা রহমানের সঙ্গে তাকে দেখা যাচ্ছে সার্বক্ষণিক ছায়াসঙ্গী হিসেবে।

দীর্ঘ প্রায় দেড় দশক ধরে ফাতেমা বেগম ছিলেন খালেদা জিয়ার জীবনের অবিচ্ছেদ্য অংশ। গুলশানের ফিরোজা বাসভবন, রাজনৈতিক আন্দোলনের ব্যস্ত সময়, কারাবন্দি জীবনের নিঃসঙ্গ দিন কিংবা বিদেশে চিকিৎসা সফর—সবখানেই নিঃশব্দে তার উপস্থিতি ছিল।

শুধু দায়িত্বের সম্পর্ক নয়, খালেদা জিয়ার অসুস্থতায় হাত ধরে পাশে থাকা, সময়মতো ওষুধ খাওয়ানো কিংবা দৈনন্দিন প্রয়োজনের কথা মনে করিয়ে দেওয়া—এসবের মধ্য দিয়ে গড়ে ওঠে এক গভীর মানবিক বন্ধন।

ফাতেমা বেগমের জীবনপথ সহজ ছিল না। ভোলার কাচিয়া ইউনিয়নের এক কৃষক পরিবারে তার বেড়ে ওঠা। স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে শুরু হয় কঠিন সংগ্রাম। জীবিকার তাগিদে ২০০৯ সালে ঢাকায় এসে খালেদা জিয়ার বাসভবনে কাজ শুরু করেন তিনি।

তার নিষ্ঠা ও আন্তরিকতা ধীরে ধীরে তাকে খালেদা জিয়ার সবচেয়ে বিশ্বস্ত সহচরীতে পরিণত করে। ২০১৩ সালের তত্ত্বাবধায়ক সরকারবিরোধী আন্দোলন, ২০১৫ সালের টানা অবস্থান কর্মসূচি কিংবা ২০১৮ সালের কারাবাস—সব সময় নীরবে পাশে ছিলেন ফাতেমা।

করোনা মহামারির সময় হাসপাতালে খালেদা জিয়ার সেবাযত্ন থেকে শুরু করে সর্বশেষ লন্ডনে চিকিৎসা সফর—সবখানেই ফাতেমা বেগমের অবিচল উপস্থিতি ছিল। এটি কোনো রাজনৈতিক দায়িত্ব নয়, ছিল নিখাদ মানবিক দায়বদ্ধতা।

এমনকি রাজনৈতিক অঙ্গনে আলোচিত এক কটাক্ষেও উঠে এসেছিল তার নাম, যা খালেদা জিয়ার জীবনে ফাতেমার গুরুত্বকেই তুলে ধরে। বৈশ্বিক সংকট ও রাজনৈতিক উত্থান-পতনের মধ্যেও তিনি ছিলেন এক নিরবচ্ছিন্ন ছায়া—কোনো পদ বা পরিচয় ছাড়াই ইতিহাসের অংশ।

এখন দীর্ঘদিনের সেই সঙ্গীকে হারিয়ে ফাতেমা বেগম শারীরিকভাবে স্থিত থাকলেও মানসিকভাবে গভীর শোকে আচ্ছন্ন। তার দৈনন্দিন জীবন ও দায়িত্ব নতুন করে আবর্তিত হচ্ছে জাইমা রহমানকে কেন্দ্র করে—যেখানে আবারও তিনি হয়ে উঠছেন একজন নীরব ভরসার প্রতীক।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com