ঢাকা, ০২ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৬:১২ এএম, ০১ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

আওয়ামী লীগ–বিএনপি ছেড়ে জামায়াতে আসার আহ্বান, লতিফুর রহমানের মন্তব্যে সমালোচনা

প্রকাশিত : ০৬:১২ এএম, ০১ জানুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক :

বক্তব্যের কারণে আবারও আলোচনায় এলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমানস্থানীয় আওয়ামী লীগবিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জামায়াতে যোগ দিলে আপনাদের মামলার দায়-দায়িত্ব নেওয়া হবে। জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। বিএনপির সাথে থাকলে কেয়ামত করতে হবে। স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীর জামায়াতে যোগ দেওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ‘দুলাল আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিয়েছে। সে জাহান্নাম থেকে বেঁচে গেছে।’

মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এর আগে এক বীর মুক্তিযোদ্ধার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ওই মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত এবং তার মাধ্যমে ১৫ হিন্দু ধর্মাবলম্বীকে জামায়াতে যোগ দিয়ে তাদের নিয়ে বৈঠক করায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছিল।

ওই উঠান বৈঠকে জামায়াত নেতা লতিফুর রহমান বলেন, ‘আগামী দিনের বাংলাদেশে একটি পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে যারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়-দায়িত্ব আমরা নেব। আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন, বিএনপি থেকে জাময়াতে যোগ দেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। জামায়াতে ইসলামীকে আগের জামায়াত মনে করিয়েন না, জামায়াত এখন অনেক শক্তিশালী।’

তিনি আরও বলেন, ‘নবাবগঞ্জের সব সমস্যা এখন লতিফুর রহমান দেখে। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন, নির্দ্বিধায় থাকবেন, আপনাদের বিষয়ে আইন-আদালত, কোর্ট-থানার দায়িত্ব আমরা নেব, ইনশাআল্লাহ।’

তার দল প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না, এটি আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলেছেন, তোমাদের সকল বিষয়ের জাররা জাররা হিসাব নেব। বিএনপির সাথে থাকবেন, বিএনপির সাথে কেয়ামত করতে হবে। আল্লাহর রাসুল বলেছেন, কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কারও সাথে শত্রুতা করলে আল্লাহর জন্য করতে হবে, দান করলে আল্লাহর জন্যেই করতে হবে।’

জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির নিজেকে শহীদ পরিবারের সদস্য দাবি করে বলেন, ‘আমরা আওয়ামী লীগ ও বিএনপির লোকদের দাওয়াত দিচ্ছি। আমরা হিন্দু ভাইদের প্রতি দাওয়াত দিচ্ছি, আজকে তারা দলে দলে দাখিল হচ্ছে। দুলাল আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিয়েছে। সে জাহান্নাম থেকে বেঁচে গেছে। আমি নিজেও আওয়ামী লীগ পরিবারের ছেলে। আমি ১৯৭১ সালের শহীদ পরিবারের ছেলে। আমি দেশ স্বাধীনের জন্য ৬৯ থেকে ৭৫ পর্যন্ত কাজ করেছি। আমি ১৯৭৬ সালে মুসলমান হয়েছি, আমাকে মুসলমান বানিয়েছে ইসলামী ছাত্রশিবির। আমি ইসলামী ছাত্রশিবিরের কাছে ঋণি, আমাকে নামাজ, কোরআন, ইসলাম সম্পর্কে ধারণা, মুসলমানদের কায়দা-কানুন শিখিয়েছে।’

 

সাবেক এমপি আরও বলেন, ‘যারা আগে আওয়ামী লীগ করতো এখন জামায়াতে যোগ দিয়েছে, তাদের বাড়ি পুলিশ পাঠানো হচ্ছে। আমি এখান থেকেই ডিবি পুলিশকে বলে দিলাম, এভাবে ডিস্টার্ব করবেন না। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। কোরআন শুধু মুসলমানদের জন্য না, কোরআন এসেছে মানবজাতির জন্য। আমরা হিন্দুদের প্রার্থী দিয়েছি, তারা দলে দলে জামায়াতে যোগ দিচ্ছে। সব দল দেখা শেষ, শুধু একটি দল বাকি, এবার মানুষ জামায়াতে ইসলামীকে দেখতে চাই।’

বিএনপিকে ইঙ্গিত করে উঠান বৈঠকে তিনি বলেন, ‘আপনারা (বিএনপি) ঘাবড়াবেন না। আমাদের রগ কাটা পার্টি বলে নিজেরা সন্ত্রাস করছেন, চাঁদাবাজি করছেন। নিজেদের কুকর্ম ঢাকতে আপনাদের মানুষকে যখন কিছু বলার থাকে না, তখন আবোল-তাবোল কথা বলেন। এগুলো জনগণ আর খাচ্ছে না।’

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ২ দিন আগে সবাইকে কাঁদিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ‘আপোসহীন নেত্রী’ খালেদা জিয়া। তার সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করলেন তার বড় ছেলে তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেসবুক পোস্টে দাদী খালেদা জিয় শিরোনাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হত্যায় গ্রেপ্তার: সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিরোনাম মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমলো, দেশীয় উৎপাদন উৎসাহিত করতে সরকারের নতুন সিদ্ধান্ত শিরোনাম চট্টগ্রামে প্রার্থীদের সম্পদ বৈষম্য: শীর্ষে বিএনপি, পিছিয়ে জামায়াত শিরোনাম আওয়ামী লীগ–বিএনপি ছেড়ে জামায়াতে আসার আহ্বান, লতিফুর রহমানের মন্তব্যে সমালোচনা শিরোনাম ভারতীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে শিরোনামে বিভ্রান্তি, ক্ষোভ সারজিস আলমের