বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ফলে দলটির সর্বোচ্চ নেতৃত্বের পদটি শূন্য হয়েছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি। চলমান দলীয় কার্যক্রমেও আপাতত ‘চেয়ারম্যান’ পদবিটি ব্যবহার করা হচ্ছে না।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, গঠনতন্ত্র অনুসারেই তারেক রহমান বর্তমানে দলের চেয়ারম্যান। তবে শোকাবহ পরিস্থিতির কারণে বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে এবং দলীয়ভাবেও সাত দিনের শোক কর্মসূচি চলছে। এসব বিবেচনায় স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটির নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া। রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যেই তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। চলতি বছরের মে মাসে তার নেতৃত্বে ৪১ বছর পূর্ণ হয়। এই দীর্ঘ সময়ে তার নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। গঠনতন্ত্রের ৭ নম্বর অনুচ্ছেদের ‘গ’ ধারার উপধারা (২) অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের সব দায়িত্ব পালন করেন। সে বিধান অনুসারেই ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুর পর একই অনুচ্ছেদের উপধারা (৩) কার্যকর হয়েছে। সেখানে বলা আছে—চেয়ারম্যানের পদ কোনো কারণে শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত ওই দায়িত্বে বহাল থাকবেন। এই বিধান অনুযায়ী আলাদা কোনো সিদ্ধান্ত ছাড়াই তারেক রহমান বর্তমানে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত।
তবে দলীয় বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিতে এখনো তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই উল্লেখ করা হচ্ছে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মী নয়, পুরো দেশই এক ধরনের অভিভাবকশূন্যতায় পড়েছে। এই কঠিন সময়ে দলের পদ-পদবি নিয়ে কারও ভাবনার সুযোগ নেই। তবে গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন দলের চেয়ারম্যান।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com