সড়ক দুর্ঘটনার জেরে বসুন্ধরা আবাসিক এলাকায় আইনজীবী নাঈম কিবরিয়াকে মারধর করে হত্যার অভিযোগ।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বুধবার রাতে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে মারধর করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (—) সকালে ভাটারা থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নাঈম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলায়। তিনি পাবনা জেলা জজ আদালতে আইন পেশায় যুক্ত ছিলেন। তার বাবার নাম গোলাম কিবরিয়া।
নিহতের স্বজনদের অভিযোগ, নাঈম কিবরিয়া মব সন্ত্রাসের শিকার হয়েছেন। ঘটনার সময় তিনি যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন, সেটিও ভাঙচুর করা হয়।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া একটি ব্যক্তিগত গাড়ি চালাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এরপর মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন অজ্ঞাত যুবক তাকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে মারধর করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে তার খালাতো ভাই রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে নাঈমকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রফিকুল ইসলাম জানান, নাঈম কিবরিয়া সম্প্রতি পাবনা থেকে ঢাকায় এসে পূর্বাচলের বাসায় উঠেছিলেন। পাবনায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলায় জামিন নেওয়ার প্রক্রিয়ায় তিনি ঢাকায় অবস্থান করছিলেন।
ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com