সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয় (এসইএআরও) ফেরাতে জোর লবিং চালাচ্ছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বিতর্ক ও দুর্নীতির অভিযোগের মুখে দীর্ঘমেয়াদি ছুটিতে পাঠানো পুতুলকে পুনরায় ওই পদে বসাতে ভারত ও যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সূত্র জানায়, লবিস্ট ফার্মগুলো পুতুলের পক্ষে ডব্লিউএইচওতে একাধিক আবেদন জমা দিয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সরকারের মতামত জানতে চায়। আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, ডব্লিউএইচওর চিঠির দ্রুত জবাব দিয়েছে বাংলাদেশ সরকার। জবাবে পুতুলের বিরুদ্ধে আদালতে হওয়া দুর্নীতির মামলার রায়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদন এবং অভিযোগসংক্রান্ত নথি সংযুক্ত করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, একজন দণ্ডিত ও পলাতক ব্যক্তিকে ওই পদে পুনর্বহাল করা হলে তা বাংলাদেশ ও ডব্লিউএইচও—উভয়ের জন্যই চরম অবমাননাকর হবে।
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ডব্লিউএইচওর সঙ্গে বাংলাদেশের নিবিড় সম্পর্ক রয়েছে। ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ পুতুল। শুরু থেকেই তার নিয়োগে শেখ হাসিনা ও ভারতের অবাঞ্ছিত প্রভাব বিস্তারের অভিযোগ ছিল।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পুতুল ভারতে আশ্রয় নেন। এরপর অন্তর্বর্তী সরকারের আপত্তি ও পুতুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ ডব্লিউএইচও সদর দপ্তরে পাঠানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের ১১ জুলাই থেকে পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়।
পুতুলকে ফেরানোর বিষয়ে মতামত চেয়ে ডব্লিউএইচওর চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আওয়ামী লীগ ভারত ও যুক্তরাষ্ট্রের দুটি লবিস্ট ফার্মকে দায়িত্ব দিয়ে পুতুলকে পুনর্বহালের চেষ্টা চালাচ্ছে—এমন তথ্য তারা পেয়েছেন।
সম্প্রতি এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য, আইন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুদকের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে সব পক্ষের মতামত নিয়ে প্রস্তুত করা চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডব্লিউএইচও সদর দপ্তরে পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে দুর্নীতির মামলায় পুতুলের পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের কপিও সংযুক্ত
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে দুর্নীতি, তথ্য গোপন ও মিথ্যা হলফনামার মাধ্যমে ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় গত ২৭ নভেম্বর সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় ২৮ জন সাক্ষী আদালতে তার বিরুদ্ধে সাক্ষ্য দেন।
দুদকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা তার মেয়েকে ওই পদে বসাতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও নিয়মবহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেন। পুতুলকে নিয়মবহির্ভূতভাবে রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী করা হয় এবং ডব্লিউএইচও সম্মেলনে শতাধিক ব্যক্তির অংশগ্রহণে বিপুল রাষ্ট্রীয় অর্থ অপচয় করা হয়।
দুদকের অভিযোগে বলা হয়, সূচনা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পুতুল বিভিন্ন সংস্থা থেকে জোরপূর্বক অনুদান আদায় করে তা আত্মসাৎ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রীয় অর্থ লোপাট এবং এনবিআরের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে আয়কর অব্যাহতি নেওয়ার অভিযোগও রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পুতুলের কানাডার নাগরিকত্ব থাকার বিষয়টি মনোনয়নের সময় গোপন রাখা হয়েছিল। এই তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আগেই জানানো হয়েছে এবং সর্বশেষ চিঠিতেও পুনরুল্লেখ করা হয়েছে।
ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রশ্ন ওঠে। চিকিৎসাবিষয়ক জার্নাল দ্য ল্যানসেট–এর ২০২৩ সালের এক সম্পাদকীয়তে তার মনোনয়নের স্বচ্ছতা নিয়ে তীব্র আপত্তি জানানো হয়। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস–এ প্রকাশিত প্রতিবেদনে পুতুলের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলা হয়।
দুদক সূত্র জানায়, পুতুল ডব্লিউএইচওতে নিয়োগের আবেদনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মিথ্যা তথ্য দেন। এছাড়া সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সায়মা ওয়াজেদ পুতুল আদালতের রায়ে দণ্ডিত। একজন দণ্ডিত আসামিকে আন্তর্জাতিক সংস্থায় নিয়োগ দেওয়া হলে তা নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুনাম ক্ষুণ্ণ করবে। বাংলাদেশ সরকার এ বিষয়ে সংস্থাটিকে স্পষ্ট অবস্থান জানিয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com