ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৫০ এএম, ১১ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

ইন্টারনেট বন্ধ নিয়ে দেওয়া বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক

প্রকাশিত : ০৩:৫০ এএম, ১১ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের বক্তব্য শুনেছেন। তিনি গণমাধ্যমে দেওয়া ‘ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’ এই বক্তব্য ট্রাইব্যুনালের বিচারকের সামনে শোনান প্রসিকিউশনের মাধ্যমে।

একই সঙ্গে প্রসিকিউশন জুনাইদ আহমেদ পলক ও সালমান এফ রহমান-এর কথপোকথনও ট্রাইব্যুনালের কাছে তুলে ধরে।

চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত বা বিটিসিএল ভবনে আগুন লাগার মতো ঘটনা নিয়ে যে ইন্টারনেট বন্ধের খবর প্রচার করা হয়েছিল, আসলে তা তৎকালীন সরকারের নির্দেশে হয়েছিল। সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক এই নীলনকশা বাস্তবায়ন করেছিলেন বলেও ট্রাইব্যুনালকে জানানো হয়।

এই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এর আগে গত বুধবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়-এর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ সংক্রান্ত চিঠি না আসায় শুনানি পেছানো হয়। পরে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়।

মামলার আনুষ্ঠানিক অভিযোগ ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে দাখিল করা হয় এবং তা গ্রহণ করা হয়। একই দিনে ট্রাইব্যুনাল সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

প্রসিকিউটর এদিন জানিয়েছেন, সোমবার ও মঙ্গলবার (কাল-পরশু) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বৃদ্ধির আবেদন শুনানির জন্য চেম্বার আদালতে আনা হবে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com