দাদী বেগম খালেদা জিয়ার সঙ্গে পুরোনো স্মৃতির ছবি শেয়ার করেছেন নাতনি জাইমা রহমান
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের আবহ বিরাজ করছে দেশজুড়ে। দুই দিন আগে সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়া ‘আপসহীন নেত্রী’কে স্মরণ করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন তার বড় ছেলে তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাদী খালেদা জিয়ার সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করেন জাইমা রহমান। ছবির ক্যাপশনে তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা ‘বিদায়-বেলায়’ উদ্ধৃত করে দাদীর সঙ্গে কাটানো সময়ের স্মৃতিতে ফিরে যান।
পোস্টে জাইমা রহমান লেখেন—
“তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
জল-ছল-ছল চোখে চেয়ো না।
ঐ কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
শুধু বিদায়ের গান গেয়ো না।হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।…
কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো
মিছে ব্যথা পেয়ে যেয়ো না,
ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না।”
জাইমার এই পোস্টে দাদী হারানোর বেদনার পাশাপাশি ফুটে ওঠে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই অসংখ্য মানুষ এতে প্রতিক্রিয়া জানান। অনেকেই মন্তব্যে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও জাইমার প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার নাতনির এই স্মৃতিচারণ সেই শোককে আরও আবেগঘন করে তুলেছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com