ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অফিসে বৈঠক শেষে নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছেন দলের নেতারা।
ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনে জোটের স্বার্থে মনোনয়ন ছাড়ার পরও বিএনপির চার নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে মনোনয়নবঞ্চিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও দলের একাধিক নেত্রী ও নেতা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের চার নেতাকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন:
জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা
জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ
জেলা বিএনপির সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের অংশ) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে বহিষ্কৃত চার নেতা নিজেদের এলাকায় নিজস্ব বলয় থাকা এবং ভোটে অংশগ্রহণ নিশ্চিত করায় নির্বাচনী মাঠে জোটপ্রার্থীদের জন্য কঠিন প্রতিযোগিতা হবে।
মেহেদী হাসান পলাশ গণমাধ্যমকে বলেন, “নেত্রীকে চিরবিদায় দিয়ে আসলাম। এখন নির্বাচন নিয়ে কিছু বলতে পারছি না। স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে যা সিদ্ধান্ত হবে, সেটাই মেনে নেব।”
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “বহিষ্কার প্রত্যাশিত ছিল। তবে দেশের মানুষের আস্থা নিয়ে ভোটের মাঠে এগোতে চাই। আমি ভোটে থাকছি, এটি নিশ্চিত।”
উল্লেখ্য, রুমিন ফারহানার পিতাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন এবং নির্বাচনে পরাজিত হয়েছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com