ঢাকা, ০২ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০৬:১৮ এএম, ০১ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

চট্টগ্রামে প্রার্থীদের সম্পদ বৈষম্য: শীর্ষে বিএনপি, পিছিয়ে জামায়াত

প্রকাশিত : ০৬:১৮ এএম, ০১ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণে বিএনপি ও জামায়াত প্রার্থীদের সম্পদের বড় ব্যবধান উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে স্পষ্ট হয়েছে, আর্থিক সক্ষমতায় বিএনপির প্রার্থীরা জামায়াতের প্রার্থীদের তুলনায় অনেক এগিয়ে রয়েছেন। অধিকাংশ জামায়াত প্রার্থী যেখানে মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পেশাজীবী, সেখানে বিএনপির অনেক প্রার্থী শতকোটি টাকার মালিক।

ধনী প্রার্থীদের তালিকায় শীর্ষে রয়েছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। হলফনামা অনুযায়ী তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৪৫৬ কোটি ৯৫ লাখ টাকা। যদিও তার বিপরীতে সর্বমোট ঋণের পরিমাণ দেখানো হয়েছে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা, যা চট্টগ্রামের অন্য প্রার্থীদের তুলনায় সর্বোচ্চ।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন রাঙ্গুনিয়া আসনের বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরী। তার ও তার স্ত্রীর যৌথ সম্পদের পরিমাণ প্রায় ১৩৪ কোটি টাকা। রাউজানে বিএনপির গোলাম আকবর খোন্দকার এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সম্পদও ৪০–৫০ কোটির ঘরে।

অন্যদিকে জামায়াতের অধিকাংশ প্রার্থী শিক্ষক, ক্ষুদ্র ব্যবসায়ী বা বেতননির্ভর পেশা থেকে আসা। তাদের ঘোষিত সম্পদ সাধারণত ৩০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ। ব্যতিক্রম হিসেবে ফটিকছড়িতে জামায়াত প্রার্থী নুরুল আমিন ১৩ কোটি টাকার সম্পদ দেখিয়েছেন।

সবচেয়ে কম সম্পদের প্রার্থী হিসেবে উঠে এসেছে সীতাকুণ্ড আসনের জামায়াত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিকীর নাম। তার মোট সম্পদ ৪৩ লাখ ৮৪ হাজার টাকা এবং নগদ অর্থ মাত্র ৯০ হাজার টাকা। এছাড়া আনোয়ারা–কর্ণফুলী, সন্দ্বীপ ও মিরসরাই আসনের জামায়াত প্রার্থীরাও নিম্ন সম্পদের তালিকায় রয়েছেন।

অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম বলেন, হলফনামার তথ্য আইনগতভাবে গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করার নজির খুব কম। এতে স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন থেকে যায়।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, হলফনামায় ভুল তথ্য প্রদান গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং প্রার্থিতা বাতিলসহ আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ২ দিন আগে সবাইকে কাঁদিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ‘আপোসহীন নেত্রী’ খালেদা জিয়া। তার সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করলেন তার বড় ছেলে তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেসবুক পোস্টে দাদী খালেদা জিয় শিরোনাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হত্যায় গ্রেপ্তার: সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিরোনাম মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমলো, দেশীয় উৎপাদন উৎসাহিত করতে সরকারের নতুন সিদ্ধান্ত শিরোনাম চট্টগ্রামে প্রার্থীদের সম্পদ বৈষম্য: শীর্ষে বিএনপি, পিছিয়ে জামায়াত শিরোনাম আওয়ামী লীগ–বিএনপি ছেড়ে জামায়াতে আসার আহ্বান, লতিফুর রহমানের মন্তব্যে সমালোচনা শিরোনাম ভারতীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে শিরোনামে বিভ্রান্তি, ক্ষোভ সারজিস আলমের