ঢাকা, ০২ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০২:১৩ এএম, ০১ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

সালাহউদ্দিন আহমদের সম্পদ ও আয়: কক্সবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি

প্রকাশিত : ০২:১৩ এএম, ০১ জানুয়ারি ২০২৬

সংগ্রহীত

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে (চকরিয়া ও পেকুয়া) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী সালাহউদ্দিন আহমদের বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬ শত ২৭ টাকা। এই আয় এসেছে কৃষিখাত, স্থাবর সম্পত্তির ভাড়া, ব্যবসা প্রতিষ্ঠান পেকুয়া লাইভস্টক ফিশারীজ ফার্ম, ব্যাংক আমানত, কোম্পানি পরিচালক হিসেবে সম্মানি এবং অন্যান্য উৎস থেকে।

হলফনামা অনুযায়ী তার ব্যয় ৩৬ লাখ ৬৮ হাজার ৫ শত ৫৯ টাকা। নগদ অর্থের পরিমাণ ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৩৯ লাখ ৪৯ হাজার ৯৯২ টাকা। স্ত্রীর নগদ অর্থ ৬ লাখ ৭৯ হাজার ১২৭ টাকা, ব্যাংকে ২৬ লাখ ৫ হাজার ৪৩৫ টাকা।

সালাহউদ্দিনের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২৪.৩৬ একর কৃষিজমি, ৯.৪৩ একর অকৃষি জমি, পেকুয়ায় তিনতলা নিজ বাসভবন (১২,২০৮ বর্গফুট), কক্সবাজার শহরে ৬ তলা ভবন (১৮,১৫০ বর্গফুট) এবং ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট (৪,০১৯ বর্গফুট)।

হলফনামায় তিনি ৪ কোটি ১৫ লাখ টাকা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায় উল্লেখ করেছেন এবং তার প্রদানকৃত ঋণের পরিমাণ ৭ কোটি ৫৪ লাখ টাকা।

অস্থাবর সম্পত্তি ও ব্যক্তিগত জিনিসপত্র:

  • গাড়ি ও জীপ: ৫৭ লাখ টাকা মূল্যের দুটি জীপ এবং একটি গাড়ি।

  • স্ত্রীর গাড়ি ও জীপ: ৬৫.৫ লাখ টাকার দুটি যানবাহন।

  • স্বর্ণালংকার: সালাহউদ্দিন ১২.৩ তোলা স্বর্ণ, স্ত্রী ২৪.৮ তোলা।

  • আগ্নেয়াস্ত্র: ৩টি, মূল্য ১.৫ লাখ টাকা।

  • শেয়ার ও বিনিয়োগ: কোম্পানির শেয়ার ১৯ লাখ টাকা এবং স্ত্রীর শেয়ার বাজারমূল্য প্রায় ১.১০ কোটি টাকা।

এই হলফনামার তথ্য প্রকাশ করেছেন নির্বাচনী কর্মকর্তার কাছে জমা দেওয়ার সময়।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ২ দিন আগে সবাইকে কাঁদিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ‘আপোসহীন নেত্রী’ খালেদা জিয়া। তার সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করলেন তার বড় ছেলে তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেসবুক পোস্টে দাদী খালেদা জিয় শিরোনাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হত্যায় গ্রেপ্তার: সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিরোনাম মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমলো, দেশীয় উৎপাদন উৎসাহিত করতে সরকারের নতুন সিদ্ধান্ত শিরোনাম চট্টগ্রামে প্রার্থীদের সম্পদ বৈষম্য: শীর্ষে বিএনপি, পিছিয়ে জামায়াত শিরোনাম আওয়ামী লীগ–বিএনপি ছেড়ে জামায়াতে আসার আহ্বান, লতিফুর রহমানের মন্তব্যে সমালোচনা শিরোনাম ভারতীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে শিরোনামে বিভ্রান্তি, ক্ষোভ সারজিস আলমের