সংগ্রহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে (চকরিয়া ও পেকুয়া) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী সালাহউদ্দিন আহমদের বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬ শত ২৭ টাকা। এই আয় এসেছে কৃষিখাত, স্থাবর সম্পত্তির ভাড়া, ব্যবসা প্রতিষ্ঠান পেকুয়া লাইভস্টক ফিশারীজ ফার্ম, ব্যাংক আমানত, কোম্পানি পরিচালক হিসেবে সম্মানি এবং অন্যান্য উৎস থেকে।
হলফনামা অনুযায়ী তার ব্যয় ৩৬ লাখ ৬৮ হাজার ৫ শত ৫৯ টাকা। নগদ অর্থের পরিমাণ ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৩৯ লাখ ৪৯ হাজার ৯৯২ টাকা। স্ত্রীর নগদ অর্থ ৬ লাখ ৭৯ হাজার ১২৭ টাকা, ব্যাংকে ২৬ লাখ ৫ হাজার ৪৩৫ টাকা।
সালাহউদ্দিনের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২৪.৩৬ একর কৃষিজমি, ৯.৪৩ একর অকৃষি জমি, পেকুয়ায় তিনতলা নিজ বাসভবন (১২,২০৮ বর্গফুট), কক্সবাজার শহরে ৬ তলা ভবন (১৮,১৫০ বর্গফুট) এবং ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট (৪,০১৯ বর্গফুট)।
হলফনামায় তিনি ৪ কোটি ১৫ লাখ টাকা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায় উল্লেখ করেছেন এবং তার প্রদানকৃত ঋণের পরিমাণ ৭ কোটি ৫৪ লাখ টাকা।
অস্থাবর সম্পত্তি ও ব্যক্তিগত জিনিসপত্র:
গাড়ি ও জীপ: ৫৭ লাখ টাকা মূল্যের দুটি জীপ এবং একটি গাড়ি।
স্ত্রীর গাড়ি ও জীপ: ৬৫.৫ লাখ টাকার দুটি যানবাহন।
স্বর্ণালংকার: সালাহউদ্দিন ১২.৩ তোলা স্বর্ণ, স্ত্রী ২৪.৮ তোলা।
আগ্নেয়াস্ত্র: ৩টি, মূল্য ১.৫ লাখ টাকা।
শেয়ার ও বিনিয়োগ: কোম্পানির শেয়ার ১৯ লাখ টাকা এবং স্ত্রীর শেয়ার বাজারমূল্য প্রায় ১.১০ কোটি টাকা।
এই হলফনামার তথ্য প্রকাশ করেছেন নির্বাচনী কর্মকর্তার কাছে জমা দেওয়ার সময়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com