ঢাকা, ০১ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ১০:২০ এএম, ৩১ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

নির্বাচনের পর জাতীয় ঐকমত্যভিত্তিক সরকারে অংশ নিতে প্রস্তুত জামায়াত

প্রকাশিত : ১০:২০ এএম, ৩১ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলছেন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে অন্তত পাঁচ বছরের জন্য স্থিতিশীল রাখতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠন প্রয়োজন। রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে এগিয়ে এলে জামায়াত সেই সরকারে অংশ নিতে প্রস্তুত থাকবে।

ঢাকার একটি আবাসিক এলাকায় নিজের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক ঐকমত্যের সরকার হলে দুর্নীতিবিরোধী কর্মসূচি সবার জন্য একটি যৌথ লক্ষ্য হওয়া উচিত। দলগুলো একসঙ্গে সরকার পরিচালনা করলে দেশ স্থিতিশীলতা পাবে বলে তিনি মনে করেন।

প্রধানমন্ত্রী কে হবেন—এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী হবেন সেই দলের নেতা, যে দল জাতীয় সংসদে সবচেয়ে বেশি আসন অর্জন করবে। জামায়াত সর্বোচ্চ আসন পেলে প্রধানমন্ত্রী কে হবেন, সে সিদ্ধান্ত দলীয় ফোরামে নেওয়া হবে বলেও জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার ভারতে অবস্থানকে তিনি উদ্বেগজনক বলে মনে করেন। তার মতে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছে।

তিনি বলেন, ভারত দীর্ঘদিন শেখ হাসিনার সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার হয়েছিল। বর্তমান বাস্তবতায় সম্পর্ক পুনর্গঠনের প্রয়োজন রয়েছে।

নয়াদিল্লির পক্ষ থেকে বাংলাদেশের সম্ভাব্য নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর প্রসঙ্গে জামায়াত আমির জানান, চলতি বছর তিনি একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে ওই কূটনীতিক বৈঠকটি প্রকাশ্যে না আনার অনুরোধ করেছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে সাক্ষাৎ করলেও ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে চান। তবে সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, সব দেশের সঙ্গে খোলা মনোভাব নিয়ে যোগাযোগ রাখা প্রয়োজন।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স। তবে সংস্থাটি সূত্রের বরাতে জানিয়েছে, ভারত ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে।

পাকিস্তানের সঙ্গে জামায়াতের অতীত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়তে চায় না। সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখাই দলের নীতি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কোনো সরকারই বর্তমান রাষ্ট্রপতিকে নিয়ে স্বস্তিতে থাকবে না। ২০২৩ সালে আওয়ামী লীগের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। সম্প্রতি রয়টার্সকে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি নিজেই প্রয়োজনে মেয়াদের মাঝপথে পদ ছাড়ার কথা বলেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে বুধবার রয়টার্সের সঙ্গে ফোনালাপে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, বিষয়টি আরও জটিল করতে চান না।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com