ঢাকা, ০১ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৪৬ এএম, ৩১ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোকবার্তা: ভণ্ডামি নাকি সৌজন্য—প্রশ্ন তুললেন ডেভিড বার্গম্যান

প্রকাশিত : ১২:৪৬ এএম, ৩১ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত

নিউজ ডেস্ক :

খালেদা জিয়ার বয়স এখন আশির ওপরে। রোজই শুনি—এই মরে মরে, এই যায় যায়। বয়স তো আশির ওপরে। এমনিই তো সময় হয়ে গেছে। তাঁর মধ্যে অসুস্থ। এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই।”

২০২৩ সালের অক্টোবরে দেওয়া এই বক্তব্যটি ছিল পতিত স্বৈরাচার শেখ হাসিনার। বক্তব্যের লক্ষ্য ছিলেন তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সেই শেখ হাসিনাই গতকাল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শুধু শেখ হাসিনা নন, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ও বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন। তবে এই শোক প্রকাশকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের মন্তব্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বার্গম্যান প্রশ্ন তুলেছেন—এই শোকবার্তাগুলো প্রকৃত সৌজন্য, নাকি ভণ্ডামির বহিঃপ্রকাশ?

খালেদা জিয়া ও শেখ হাসিনার দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। শুরুতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সময়ের ব্যবধানে তা রূপ নেয় তীব্র ব্যক্তিগত বৈরিতায়। আন্তর্জাতিক গণমাধ্যমে এই দ্বন্দ্ব পরিচিতি পায় ‘দ্য ব্যাটলিং বেগমস’ নামে।

বিশেষ করে ২০০৮ সালের পর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দ্বন্দ্ব রাজনৈতিক সীমারেখা অতিক্রম করে ব্যক্তিগত আক্রোশে রূপ নেয়। এর পরিণতিতে খালেদা জিয়াকে সেনানিবাসের বাসভবন থেকে উচ্ছেদ, বালুবোঝাই ট্রাক দিয়ে বাসভবন অবরুদ্ধ করা, একের পর এক মামলা দায়ের এবং শেষ পর্যন্ত কারাবরণের মুখোমুখি হতে হয়। এসব ঘটনার সঙ্গে সময়ে সময়ে যুক্ত হয় উস্কানিমূলক ও অবমাননাকর বক্তব্য।

বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো এসব ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দিয়ে এসেছে।

এমন প্রেক্ষাপটের পর খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোকবার্তা প্রকাশকে ডেভিড বার্গম্যান দেখছেন সন্দেহের চোখে। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, অতীতে খালেদা জিয়াকে কারাবন্দি করার প্রচেষ্টা সফল হলেও আওয়ামী লীগের বিএনপিকে ভেঙে দেওয়ার লক্ষ্য পূরণ হয়নি।

বার্গম্যান লেখেন,
“এত কিছু ঘটার পর খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোকবার্তা এবং উদার মন্তব্যগুলোকে কীভাবে ব্যাখ্যা করা যায়? এটি কি মহানুভবতা ও সৌজন্যের নিদর্শন, নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির প্রকাশ? হয়তো এটি এই দুয়েরই মিশ্রণ।”

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com