সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় নেপালের প্রধানমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় সুশীলা কার্কি বলেন, নেপাল সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার পরিবার, স্বজন এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আজীবন জনসেবার এক গুরুত্বপূর্ণ উত্তরাধিকার রেখে গেছেন। তার নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে বিবেচিত হবে। নেপালের একজন প্রকৃত বন্ধু হিসেবে নেপাল-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
শোকবার্তার শেষাংশে নেপালের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, গত ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসকরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com