সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার সঙ্গে নিজের দুটি ছবি শেয়ার করে শোকবার্তা জানান তিনি।
পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে দুঃখিত। এই শোকাবহ সময়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোদি বলেন, সর্বশক্তিমান ঈশ্বর যেন তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একই সঙ্গে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।
২০১৫ সালে ঢাকায় সফরের সময় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতি তুলে ধরে মোদি লেখেন, ওই সময় তার সঙ্গে হওয়া উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। খালেদা জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে পথ দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পোস্টের শেষাংশে নরেন্দ্র মোদি প্রয়াত এই নেত্রীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com