সংগৃহীত
ঢাকা: সংসদ ভবনের পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দাফনের আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে তার জানাজা। এই আয়োজন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর আবেগঘন অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে।
আজ থেকে প্রায় ৪৪ বছর আগে এই একই মানিক মিয়া অ্যাভিনিউতেই লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল কর্মকর্তার ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর ২ জুন ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে তার রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে সংসদ ভবনের উত্তর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
সে সময় ঢাকার জনসংখ্যা বর্তমান সময়ের তুলনায় অনেক কম হলেও রাষ্ট্রপতির শেষ বিদায়ে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ইতিহাসের পাতায় সেই জানাজা আজও এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর আবারও সেই মানিক মিয়া অ্যাভিনিউতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে খালেদা জিয়ার জানাজা। স্বামীর মৃত্যুর পরই রাজনীতিতে সক্রিয় হন খালেদা জিয়া। কোনো পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও তিনি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং রাজপথের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
পরবর্তী সময়ে দলকে নেতৃত্ব দিয়ে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। তিনি দেশের ইতিহাসে প্রথম নারী সরকারপ্রধান হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেন।
স্বামী ও স্ত্রীর জানাজা একই স্থানে অনুষ্ঠিত হওয়ায় অনেকের চোখে এটি শুধুই কাকতালীয় নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আবেগঘন মিল হিসেবেই বিবেচিত হচ্ছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com