এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম—জামায়াতসহ ১০ দলীয় জোটে অংশগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় রাজনৈতিক জোটে অংশ নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সব ধরনের নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি অভিযোগ করেন, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেষ মুহূর্তে জোটে যাওয়ার সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ‘প্রবঞ্চনার’ শামিল।
নিজের দীর্ঘ পোস্টে নুসরাত তাবাসসুম বলেন, এনসিপির জন্মলগ্নে দলটি যে রাজনৈতিক দর্শন ও স্বপ্ন দেখিয়েছিল—গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা এবং সর্বোপরি বাংলাদেশপন্থা—এসব আদর্শই তাঁর রাজনৈতিক চেতনার মূল ভিত্তি ছিল। এনসিপির ঘোষণাপত্র ও দলীয় লিটারেচারেও এসব ভাবনার প্রতিফলন ছিল বলে তিনি উল্লেখ করেন।
তবে তিনি দাবি করেন, এনসিপি গঠনের প্রায় ১০ মাস পর জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে বিভিন্ন শর্তে অংশগ্রহণের মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকেরা নিজেদের মূল অবস্থান থেকে সরে এসেছেন। বিভিন্ন সময়ে দলের আহ্বায়কসহ দায়িত্বশীল নেতারা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও জোটে যাওয়ার সিদ্ধান্ত সেই ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টের শেষাংশে নুসরাত তাবাসসুম জানান, বর্তমান প্রেক্ষাপটে তিনি নির্বাচনকালীন সময়ে এনসিপির সব কার্যক্রম থেকে নিজেকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করছেন। পরিস্থিতি পুনর্বিবেচনার পর ভবিষ্যতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে এনসিপির ভেতরে একের পর এক পদত্যাগ ও নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আসছে। গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানান।
এরপর শনিবার (২৭ ডিসেম্বর) এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং তাঁর স্বামী, দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পদত্যাগের ঘোষণা দেন। রোববার (২৮ ডিসেম্বর) একই সিদ্ধান্ত জানান যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, দলের কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী এবং ফেনী-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আবুল কাশেম।
এ ছাড়া জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করে এনসিপির হয়ে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। খাগড়াছড়ি আসনে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন এনসিপির খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়কারী ও দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। রোববার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com