জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন—নির্বাচন ও জোট প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আর আনুষ্ঠানিক জোট গঠনের সুযোগ থাকে না। তবে পরিস্থিতি অনুযায়ী আসনভিত্তিক সমঝোতা হতে পারে।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, যেসব আসনে জাতীয় পার্টির প্রার্থী তুলনামূলক দুর্বল, সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে। আবার যেখানে জাতীয় পার্টির শক্ত অবস্থান রয়েছে, সেখানে বিএনপি সমর্থন দিলে উভয় দলের প্রার্থীর বিজয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এ ধরনের সমঝোতা দুই পক্ষের সম্মতি সাপেক্ষ এবং জাতীয় পার্টির জন্য সুবিধাজনক হতে হবে বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে বিএনপির সঙ্গে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানান তিনি।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে নির্বাচন আয়োজনের পরিবেশ অত্যন্ত নাজুক। সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। জাতীয় পার্টির প্রার্থীরা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, দলের তিনজন সংসদ সদস্য প্রার্থী বর্তমানে কারাগারে রয়েছেন। জামিনে মুক্তি পাওয়ার পরপরই জুলাই মাসের একটি মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের। এর মাধ্যমে পরিকল্পিতভাবে প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন জিএম কাদের।
তিনি আরও বলেন, জাতীয় পার্টিই একমাত্র দল যারা জুলাইয়ের আন্দোলনে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং দলীয়ভাবে রেজুলেশন পাশ করে সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। অথচ সেই দলের প্রার্থীদের হত্যা মামলায় জেলে পাঠানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অন্যায়।
জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, প্রশাসন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জাতীয় পার্টির প্রার্থীদের বিরুদ্ধে জুলাইয়ের মামলায় গ্রেপ্তার দেখানোর ভয় দেখাচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কমিশন সময় দিচ্ছে না। অন্যদিকে, কমিশন নিয়মিতভাবে অন্য রাজনৈতিক দলের সঙ্গে একাধিকবার বৈঠক করছে বলেও অভিযোগ করেন তিনি।
মনোনয়নপত্র প্রসঙ্গে জিএম কাদের বলেন, এবারের মনোনয়নপত্র অত্যন্ত জটিলভাবে তৈরি করা হয়েছে। বিশেষ করে নতুন প্রার্থীদের জন্য এতে ভুল করার ঝুঁকি বেশি, যার ফলে অনেকেই পরবর্তীতে নির্বাচনে অযোগ্য হয়ে পড়তে পারেন। জাতীয় পার্টির প্রার্থীদের বেআইনিভাবে বাদ দেওয়ার পথ সুগম করতেই এমন কৌশল নেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সবশেষে তিনি বলেন, এবারের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রতিনিয়ত দলটির নেতাকর্মীরা হয়রানির শিকার হচ্ছেন। তবুও জাতীয় পার্টি এই নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। জনগণই তাদের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছেই প্রতিটি অন্যায় তুলে ধরা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু ও অন্যান্য নেতৃবৃন্দ।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com