এনসিপির সাবেক কৃষক উইং প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একের পর এক নেতার সরে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার দল ছাড়ার ঘোষণা দিলেন কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী। তিনি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের কথা জানান তিনি।
পোস্টে আজাদ খান ভাসানী উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের হাত ধরে গঠিত এনসিপির সঙ্গে তিনি অনেক প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে যুক্ত হয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে মহান মুক্তিযুদ্ধের অসমাপ্ত সংগ্রামের ধারাবাহিকতা হিসেবে দেখেছেন এবং দীর্ঘদিনের বৈষম্য, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে নিজেকে সম্পৃক্ত রাখতে চেয়েছিলেন।
তিনি বলেন, মওলানা ভাসানীর দেখানো গণমানুষনির্ভর, সাম্রাজ্যবাদ ও বৈষম্যবিরোধী রাজনৈতিক আদর্শ থেকেই প্রথমে জাতীয় নাগরিক কমিটি এবং পরে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত হন। সেই ধারাবাহিকতায় দলের কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারীর দায়িত্বও গ্রহণ করেছিলেন।
তবে বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরে আজাদ খান ভাসানী বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে ঐতিহাসিক দায়বদ্ধতা, ত্যাগ ও গণমানুষের প্রতি গভীর দরদের প্রয়োজন, তা দলের ভেতরে প্রত্যাশিত মাত্রায় তিনি দেখেননি। পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ক্ষেত্রেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।
এই পরিস্থিতিতে কিছুদিন ধরে তিনি সরাসরি সক্রিয় না থাকলেও দলের সাফল্য কামনা করে আসছিলেন। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মুক্তিযুদ্ধ, জুলাই গণ-অভ্যুত্থানের দায়বদ্ধতা এবং ভাসানীর আদর্শ রক্ষা করাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানান তিনি। সেই কারণেই এনসিপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে আজাদ খান ভাসানী বলেন, স্বল্প সময়ের রাজনৈতিক সহযাত্রায় কারো মনে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে এনসিপির ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনাও জানান।
উল্লেখ্য, চলতি বছরের ৬ সেপ্টেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীর অনুমোদনে কৃষক উইংয়ের প্রস্তুতি কমিটি গঠন করা হয়, যেখানে আজাদ খান ভাসানীকে প্রধান সমন্বয়কারী করা হয়েছিল।
এর আগে গত ২৫ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক দল ছাড়ার ঘোষণা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানান। এছাড়া জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে দলের একাধিক শীর্ষ নেতা ও প্রার্থী ইতোমধ্যে পদত্যাগ কিংবা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এই পদত্যাগ এনসিপির সাংগঠনিক স্থিতিশীলতা ও নির্বাচনী কৌশলের ওপর প্রভাব ফেলতে পারে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com