ঢাকা, ০১ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৩৬ এএম, ৩১ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

রেড-গ্রিন-হোয়াইট জোনে ভাগ করা হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ০১:৩৬ এএম, ৩১ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত

নিউজ ডেস্ক :

বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা কঠোর নিরাপত্তার আওতায় আনা হয়েছে। পুরো এলাকাকে তিনটি আলাদা নিরাপত্তা জোন—রেড, হোয়াইট ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জানাজা ও দাফন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের বিভিন্ন ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় অবস্থান নিয়েছেন।

ওসি মনিরুল ইসলাম জানান, নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী রেড জোনে অবস্থান করবেন গুরুত্বপূর্ণ ভিআইপি ব্যক্তিরা। গ্রিন জোনে দলের শীর্ষ নেতাকর্মীরা অবস্থান নেবেন। আর হোয়াইট জোনে জানাজায় অংশ নিতে আসা সাধারণ মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, দাফন প্রক্রিয়া চলাকালে খালেদা জিয়ার পরিবারের সদস্যদের বাইরে অন্য কাউকে কবরস্থানে অবস্থান করতে দেওয়া হবে না। পুরো দাফন কার্যক্রম কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সম্পন্ন করা হবে।

এদিকে এই আপসহীন ও সংগ্রামী নেত্রীকে চিরনিদ্রায় শায়িত করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।

প্রথমদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আয়োজনের পরিকল্পনা করা হলেও বিপুল জনসমাগমের সম্ভাবনার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে।

সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। ফলে জানাজাকে কেন্দ্র করে পুরো এলাকা কার্যত একটি বিশাল নিরাপত্তা বলয়ে পরিণত হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com